সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
কসবার গ্যাস পরিস্থিতি

নলকূপের পাইপ গ্যাস স্ট্র্যাকচারে আঘাত করায় উদগিরণ!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নলকূপের পাইপ গ্যাস স্ট্র্যাকচারে আঘাত করায় উদগিরণ!

গ্যাসের আপার জোন অথবা পকেট থেকেই উদগিরণ হচ্ছে বিপজ্জনক মাত্রায় গ্যাস। নিজে থেকে এ গ্যাস নিঃশেষ হতে হবে। কোনো প্রকার প্রতিবন্ধকতা পেলে ভয়াবহ বিপদ হতে পারে। শক্তিপ্রয়োগ করা যাবে না। এতে মারাত্মক ক্ষতির শঙ্কা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েকে উদগীরণ হওয়া গ্যাস নিয়ে এমন ধারণা গ্যাস সেক্টরের একজন ভূ-তত্ত্ববিদের। বায়েকের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে গভীর নলকূপের পাইলিং শেষে পাইপ বসাতে গিয়ে গত বুধবার বিপজ্জনক মাত্রায় গ্যাস বের হতে থাকে। বাপেক্স কর্মকর্তারা প্রথমে ৭২ ঘণ্টা গ্যাস উদগীরণ পর্যবেক্ষণের কথা বললেও এখন স্বীকার করেছেন ওই অঞ্চলে গ্যাস জোন রয়েছে। একজন ভূতত্ত্ববিদ জানান, বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক নয় বলে ওই গাস উৎপাদন করা যাবে না।

নলকূপের পাইপ বসাতে গিয়ে বেশি গভীরে চলে যাওয়ায় গ্যাস স্ট্র্যাকচারে তা আঘাত করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ খবর