বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে মৃত দুজন করোনা আক্রান্ত নন

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে মৃত কৃষক আলেক খান (৫৫) করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনূর আলম সুমন গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া একই দিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা গৌরিপুর পশ্চিম বাজার এলাকার শিক্ষার্থী রাব্বির ফলাফলও নেগেটিভ এসেছে বলে জানান তিনি। গত শনিবার রাতে দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামের কৃষক আলেক খান মারা যান। তার অসুস্থতার লক্ষণ করোনার উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় সাতটি পরিবারকে লকডাউনের আওতায় আনে উপজেলা প্রশাসন। মৃতের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন। গত সোমবার উপজেলার চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সী ওই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে সংগ্রহ করা হয় নমুনা। মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর