মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।  এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ ১১ জনকে আটক করেছে। রবিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তির সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ আলীর আহমেদ সাকুর বিরোধ চলছিল। এর জেরে রবিবার রাত ৮টার দিকে উভয়পক্ষের কয়েকশ সমর্থক একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। হামলা থামাতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হন।  সংঘর্ষ থামাতে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেড, ২০ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে।

শরীয়তপুরে হামলা : শরীয়তপুরের গোসাইরহাট কুচাইপট্টিতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপে হামলা সংঘর্ষ হয়েছে। এ হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর