শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লন্ডন থেকে ফিরলেন আরও ২৩৭ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরও ২৩৭ জন যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে ২০৫ জন ছিলেন সিলেটের। ওসমানী বিমানবন্দরে তাদের নামিয়ে দিয়ে বাকি ৩২ জনকে নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় ফ্লাইটি। সব যাত্রীর সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে আজ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেও তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের বিশেষ মেডিকেল টিমের প্রধান ডা. আহমেদ সিরাজুম মুনীর।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রমণশীল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এমন পরিস্থিতিতেও যুক্তরাজ্য থেকে সিলেটে একের পর একে প্রবাসীরা আসতে থাকায় এ অঞ্চলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর