রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক্স-রে মেশিন নষ্ট হয় না অপারেশন

দিনাজপুর প্রতিনিধি

এক্স-রে মেশিন নষ্ট হয় না অপারেশন

অত্যাধুনিক ওটি (অপারেশন থিয়েটার) থাকলেও কনসালটেন্ট ও অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে অপারেশন হয় না দিনাজপুরের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। নষ্ট এখানকার এক্স-রে মেশিন ও ডেন্টাল চেয়ার। নেই আলট্রাসনোগ্রাম মেশিন। একজন পরিচ্ছন্ন কর্র্মী দিয়ে চলছে হাসপাতালের পয়ো-পরিষ্কার কাজ। ওয়ার্ড বয় আছেন মাত্র একজন। এক্স-রে মেশিন ও ডেন্টাল চেয়ার নষ্ট এবং আলট্রাসনোগ্রাম মেশিন না থাকার সুযোগে কতিপয় দালাল রোগীদের ক্লিনিক থেকে আলট্রাসনোগ্রাম ও ইসিজি করতে উৎসাহিত করছেন। এসব কারণে হিলি স্থলবন্দরে কর্মরত কয়েক হাজার শ্রমিকসহ হাকিমপুরের দুই লক্ষাধিক মানুষ প্রত্যাশিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেন্টাল চেয়ার চালুর এক মাসের মাথায় তা নষ্ট হয়ে যায়। নষ্ট পড়ে আছে এক্স-রে মেশিনও। আলট্রাসনোগ্রাম মেশিন নেই। কনসালটেন্টের ছয়টি পদই ফাঁকা। ওটি আছে কিন্তু অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে অপারেশন হয় না। সেবিকার ২০ পদের বিপরিতে কর্মরত আছেন ১৭ জন। চতুর্থ শ্রেণির জনবল সংকট চরমে। প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলে ২০০ থেকে ৩০০ রোগী এখানে আসেন। এতে হিমসিম পোহাতে হয় কর্তৃপক্ষকে। হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, নানা সমস্যার পরও রোগীর সেবা দেওয়ার চেষ্টা করছি। জনবল সংকটের বিষয়টি নিয়মিত স্বাস্থ্য বিভাগকে জানানো হচ্ছে।

সর্বশেষ খবর