ফসলি জমির মাঝখানে গড়ে উঠেছে ইটভাটা। পাশের জমির মাটি কেটে নেওয়া হচ্ছে এ ভাটায়। জমি উঁচু-নিচু হয়ে যাওয়ায় অন্যরাও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ চিত্র পুরো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। বিলের ওপর ইটের আধলা ও মাটি ফেলে তৈরি করা হয়েছে ইট-মাটি পরিবহনের রাস্তা। ১০-১২টি ট্রাক্টর দিনরাত মাটি টানছে। সড়কের ধুলায় নষ্ট হচ্ছে জমির ফসল। সরেজমিন দেখা যায়, ঢাকান্ডসিলেট মহাসড়কের পাশে সরাইলের রাজাবাড়িয়াকান্দি এলাকায় শাহবাজপুর মৌজায় ৩-৪টি ইটভাটা গড়ে উঠেছে। এক ভাটা মালিক ১২ কানি ফসলি জমির মাটি কিনেছেন ১৮ লাখ টাকায়। শর্ত হচ্ছে ৫ ফুট গভীর পর্যন্ত মাটি কেটে আনবেন। এতে হারিয়ে যাচ্ছে জমির উর্বরা শক্তি। মাটি কেটে নেওয়া জমির গভীরতা বেড়ে পাশের জমির চেয়ে নিচু হয়ে যাচ্ছে। একইভাবে পাশের ফসলি জমির মাটি নিচ্ছেন আরেক ভাটা মালিক। একাধিক কৃষক বলেন, সারা দিন মাটি নিয়ে ট্রাক্টর চলছে। ধুলা উড়ে জমিতে স্তূপ আকারে পড়ছে। ধান গাছ নষ্ট হয়ে যাবে। ভাটা মালিকরা প্রভাবশালী-আমাদের কথা শোনেন না। দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা মালিক বাবুল মিয়া বলেন, আইন জেনেই কৃষকরা বিক্রি করছেন। আমরা ক্রয় করছি। সরাইলের ইউএনও আরিফুল হক মৃদুল বলেন, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ। স্বেচ্ছায় কেউ মাটি দিলে কিছুই করার থাকে না। ট্রাক্টরের ধুলায় ফসল নষ্ট হওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সরাইল উপজেলায় ৩৪টি ইটভাটায় চলছে উৎপাদন। এর মধ্যে ১১টিই অবৈধ।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ইটভাটায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর