মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে অবৈধ যানবাহনের ছড়াছড়ি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অবৈধ যানবাহনের ছড়াছড়ি

দিনাজপুরের সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের অবাধ চলাচল বেড়েই চলেছে। এসব যানের মধ্যে রয়েছে ভটভটি, নসিমন, অটোভ্যান-রিকশা, ইজিবাইক। এদের বেপরোয়া চলাচল অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবৈধ এ যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। দূষিত হচ্ছে পরিবেশ। অনেক সময় এদের কারণে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, এসব অবৈধ যানবাহন চালকদের অধিকাংশেরই নেই কোনো প্রশিক্ষণ বা ড্রাইভিং লাইসেন্স। গতি নিয়ন্ত্রণ করার মতো ব্রেক ব্যবস্থা নেই এসব যানের। নেই স্টিয়ারিং ব্যবস্থা। এ ছাড়াও জমি চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টরের সঙ্গে ট্রলি সংযুক্ত করে বালু, ইট, মাটি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এসব অবৈধ পাওয়ার টিলার ও ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক।

দশমাইল মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক আলামিন জানান, মহাসড়কের যেসব যান চলাচল নিষিদ্ধ, সেসব যানবাহনের জন্য প্রায় দুর্ঘটনা ঘটে। এগুলো চলাচলের কারণে আমাদেরও মাঝে-মধ্যে সমস্যায় পড়তে হয়।

সর্বশেষ খবর