শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বর্জ্যরে ভাগাড় আত্রাই নদী

বাবুল আখতার রানা, নওগাঁ

বর্জ্যরে ভাগাড় নওগাঁর আত্রাই নদী। জেলার মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীতে ফেলা হচ্ছে পশু-পাখির নাড়ি-ভুঁড়ি ও গৃহস্থালির বর্জ্য। ফলে নদীর পানি দূষিত হচ্ছে। এতে নদীর মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন এসব বর্জ্য ফেলা হলেও তা বন্ধের উদ্যোগ নেয়নি কেউ। বরং সংশ্লিষ্টদের সহযোগিতাতেই চলছে এসব পরিবেশ দূষণের কাজ। জানা যায়, দুপুরের পর কয়েকজন রিকশা-ভ্যানচালক কয়েকটি বর্জ্যভর্তি বস্তা ভ্যানে করে নদীতে ফেলেন। আবার অনেকে শহরের বর্জ্য, হাসপাতালের বর্জ্য বাধা ছাড়াই নদীতে ফেলছেন। নদীর পানির স্রোতে ভেসে যাওয়া বর্জ্যগুলো ছোঁ মেরে ধরে সেগুলো খাওয়ার প্রতিযোগিতা করে পাখির দল। কালাম নামের এক ভ্যানচালক জানান, বস্তার ভিতরের বস্তুগুলো উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানের হাঁস-মুরগি আর গরু ছাগলের নাড়ি-ভুঁড়ি, পালক আরও অন্যান্য বর্জ্য প্রতিদিন দুপুরে ও সন্ধ্যার পর তিনি দোকানগুলো ঘুরে ঘুরে এসব সংগ্রহ করে এখানে এনে ফেলেন।

সর্বশেষ খবর