ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচারণা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা। প্রচারণার কাজে আচরণবিধির বালাই নেই। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাদ যায়নি কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত আসনে ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি এ পৌরসভায়। মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নায়ার কবির, বিএনপির প্রার্থী মো. জহিরুল হক খোকন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুল হক ভূঁইয়ার মধ্যে মূল লড়াই হবে। তবে সাধারণ ভোটাররা শঙ্কায় রয়েছেন। সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রশাসনের অনুমোদন ছাড়াই বেশির ভাগ সভা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উচ্চৈঃস্বরে বাজানো হচ্ছে মাইক। রেকর্ডিং করে মাইক দিয়ে উচ্চৈঃস্বরে গানবাজানোসহ কথার প্রচার কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। অতিষ্ঠ সাধারণ মানুষ। পরিবেশ অধিদফতরের মতে, নির্বাচনে মাইকে মানুষের সহনীয় মাত্রার দ্বিগুণ অর্থাৎ ১২০ ডেসিবল মাত্রায় চলছে নির্বাচনী প্রচারণা। পলিথিনে মুড়িয়ে টানানো হয়েছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। যা পরিবেশের ওপর প্রভাব পড়বে। জেলা পরিবেশ অধিদফতরের সূত্র মতে, আনুমানিক ১১.৭২ টন পোস্টারের বর্জ্য হবে নির্বাচনকে কেন্দ্র করে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আচরণবিধির বিষয়গুলো দেখার জন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
শিরোনাম
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন