ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচারণা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা। প্রচারণার কাজে আচরণবিধির বালাই নেই। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাদ যায়নি কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত আসনে ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি এ পৌরসভায়। মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নায়ার কবির, বিএনপির প্রার্থী মো. জহিরুল হক খোকন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুল হক ভূঁইয়ার মধ্যে মূল লড়াই হবে। তবে সাধারণ ভোটাররা শঙ্কায় রয়েছেন। সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রশাসনের অনুমোদন ছাড়াই বেশির ভাগ সভা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উচ্চৈঃস্বরে বাজানো হচ্ছে মাইক। রেকর্ডিং করে মাইক দিয়ে উচ্চৈঃস্বরে গানবাজানোসহ কথার প্রচার কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। অতিষ্ঠ সাধারণ মানুষ। পরিবেশ অধিদফতরের মতে, নির্বাচনে মাইকে মানুষের সহনীয় মাত্রার দ্বিগুণ অর্থাৎ ১২০ ডেসিবল মাত্রায় চলছে নির্বাচনী প্রচারণা। পলিথিনে মুড়িয়ে টানানো হয়েছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। যা পরিবেশের ওপর প্রভাব পড়বে। জেলা পরিবেশ অধিদফতরের সূত্র মতে, আনুমানিক ১১.৭২ টন পোস্টারের বর্জ্য হবে নির্বাচনকে কেন্দ্র করে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আচরণবিধির বিষয়গুলো দেখার জন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
শিরোনাম
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
জমজমাট প্রচারণায় প্রার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর