সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর সেই তর্জনী জাতিকে উজ্জীবিত করে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ডিজিটাল দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেই নিহিত ছিল এদেশের স্বাধীনতার কথা। বঙ্গবন্ধুর সেই তর্জনী আজও জাতিকে উজ্জীবিত করে। তার দেখানোর পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। একটি ভাষন, একটি ঘোষণা জাতিকে শক্তি যুগিয়ে ছিলো। আমরা পেয়ে ছিলাম স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। গতকাল ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম। বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে তিনি উপজেলা প্রশাসন ও বাঞ্ছারামপুর মডেল থানার আলোচনা সভায় অংশ নেন।

সর্বশেষ খবর