রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে পৃথক অগ্নিকান্ডে ৬০ ঘর-গুদাম পুড়ে ছাই

আড়াইহাজারে টেক্সটাইল মিলে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পৃথক অগ্নিকান্ডে ৬০টি বসতঘর, দেকান ও গুদাম পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে কালিয়াকৈরের রতনপুর এলাকায় একটি কলোনির ২৪টি কক্ষের আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গতকাল সকালে এক ভাড়াটিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়িতে পুড়ে গেছে ১০টি ঝুটের গুদাম, চারটি বসতঘর ও পাঁচ দোকান। শুক্রবার রাত ও গতকাল সকালে এ ঘটনা ঘটে। টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় গতকাল দুপুরে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

টেক্সটাইল মিলে আগুন : আড়াইহাজার প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর গ্রামে ত্রিশা টেক্সইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মিলের মালিক আমান জানান, শনিবার বিকালে হঠাৎ আগুনে তার মিলের বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

সর্বশেষ খবর