বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

জোয়ারে বাঁধ ভেঙে সাতক্ষীরায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি

জোয়ারে বাঁধ ভেঙে সাতক্ষীরায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

জেলার খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারে শ্যামনগর ও  সদর উপজেলার দয়ারঘাটসহ মোট ৩টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অনন্ত সাড়ে ৩০০ কাঁচা-পাকা ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে বেশকিছু ছোট-বড় পুকুর ও মাছের ঘের। গতকাল দুপুরে হঠাৎ নদীর প্রবল জোয়ারে এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে এমন  অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশাশুনি উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মুকুল জানান, গতকাল দুপুরে কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর ৪ নম্বর পোল্ডারের আশাশুনি সদরের দয়ারঘাট, জেলেখালিসহ তিনটি পয়েন্ট ভেঙে যায়। এতে হু হু করে লোকালয়ে পানি ঢুকে দুটি গ্রামের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। সাড়ে ৩০০ কাঁচা-পাকা ঘর বাড়িতে পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় বেশ কিছু ছোট-বড় পুকুর ও চিংড়ী ঘের। সংবাদ পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। জোয়ারের পানি নেমে গেলে জিও ব্যাগ ফেলে বাঁধটি মেরামত করা হবে। এদিকে শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকার মোস্তাফিজুর রহমান ও ইউপি সদস্য ভবতোষ কুমার জানান, দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি ও দাঁতনেখালি ঈদগাহের সামনে আজিজ ম্যানেজারের বাড়ির এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ২০০ ফুট এলাকা ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে।

সর্বশেষ খবর