গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সাংবাদিকদের সঙ্গে গতকাল মতবিনিময় সভা হয়েছে। জেলা জাসদ কার্যালয়ে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ময়নুল হক রাজা, গোলাম মারুফ মনা প্রমুখ।