বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

‘প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা সরকারের অঙ্গীকার’

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন নির্দিষ্ট সময়ে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করা বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি গতকাল নড়িয়া-ঘড়িষার জিসি সড়কের উদ্বোধন করেন। পানি সম্পদ উপমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যেও জনবান্ধব আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় কোনো উন্নয়ন কাজই থেমে থাকেনি।

তাই  জনগুরুত্বপূর্ণ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কটির কাজ করা হয়েছে বলেই নির্দিষ্ট সময়ের ৮ মাস আগেই কাজ শেষ করা সম্ভব হলো। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের প্রশ্নে কখনই কোনো আপস করেনি, করবেও না ইনশাআল্লাহ্।  ৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮৬২০ মিটার এ সড়কটির কাজ শেষ হওয়ার কথা ছিল নভেম্বর ২০২১। এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়ক চওড়াকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নড়িয়া উপজেলার সফঙ্গ ঘড়িষারের যোগাযোগের জনগুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন কাজ করা হয়।

সর্বশেষ খবর