মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

অতিদরিদ্রদের প্রকল্পে নয়ছয়

শরীয়তপুর প্রতিনিধি

অতিদরিদ্রদের প্রকল্পে নয়ছয়

নড়িয়া উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে (ইজিপিপি) কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২ হাজার ৬৭২ জন শ্রমিককে ৪০ দিনের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮৯টি প্রকল্পের মধ্যে এ কাজে শুধু শ্রমিক মজুরি বাবদ ব্যয় হবে ২ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা। সরেজমিনে দেখা গেছে, কিছু প্রকল্পে ৪০ দিনের পরির্বতে ১০/১২ দিন কাজ করিয়েই প্রকল্প শেষ করা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ৮/১০ দিন কাজ করানোর পরে প্রকল্প বন্ধ রাখা হচ্ছে। লাভের আশায় শ্রমিকের পরির্বতে ভেকু মেশিনের মাধ্যমে ঠিকা চুক্তিতে কাজ করেছেন অনেক প্রকল্প সভাপতিরা। এতে প্রকল্পে বরাদ্দের অর্ধেক টাকার মাটিও কাটা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিগত ৪ এপ্রিল থেকে ২য় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে নড়িয়া উপজেলায় ২ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত দৈনিক হাজিরার ভিত্তিতে প্রকল্প শুরুর দিন থেকে বরাদ্দকৃত শ্রমিকরা সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বাদে ৪০ দিন কাজ করবে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প সংশ্লিষ্টরা অধিক লাভের আশায় শ্রমিকদের বাদ দিয়ে সাব ঠিকাদারের মাধ্যমে রাস্তা নির্মান করছেন। ইউএনও জয়ন্তী রুপা রায় বলেন, প্রকল্পে কোন অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর