নড়িয়া উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে (ইজিপিপি) কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২ হাজার ৬৭২ জন শ্রমিককে ৪০ দিনের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮৯টি প্রকল্পের মধ্যে এ কাজে শুধু শ্রমিক মজুরি বাবদ ব্যয় হবে ২ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা। সরেজমিনে দেখা গেছে, কিছু প্রকল্পে ৪০ দিনের পরির্বতে ১০/১২ দিন কাজ করিয়েই প্রকল্প শেষ করা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ৮/১০ দিন কাজ করানোর পরে প্রকল্প বন্ধ রাখা হচ্ছে। লাভের আশায় শ্রমিকের পরির্বতে ভেকু মেশিনের মাধ্যমে ঠিকা চুক্তিতে কাজ করেছেন অনেক প্রকল্প সভাপতিরা। এতে প্রকল্পে বরাদ্দের অর্ধেক টাকার মাটিও কাটা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিগত ৪ এপ্রিল থেকে ২য় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে নড়িয়া উপজেলায় ২ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত দৈনিক হাজিরার ভিত্তিতে প্রকল্প শুরুর দিন থেকে বরাদ্দকৃত শ্রমিকরা সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বাদে ৪০ দিন কাজ করবে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প সংশ্লিষ্টরা অধিক লাভের আশায় শ্রমিকদের বাদ দিয়ে সাব ঠিকাদারের মাধ্যমে রাস্তা নির্মান করছেন। ইউএনও জয়ন্তী রুপা রায় বলেন, প্রকল্পে কোন অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
অতিদরিদ্রদের প্রকল্পে নয়ছয়
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর