মানিকগঞ্জে সর্বত্রই মরিচের ফলন ভালো হয়েছে। তবে দাম কম থাকায় কৃষকরা হতাশ। শ্রমিকের মজুরী, সার, কীটনাশক এর অধিক মূল্য এসব পরিশোধ করে কাঁচা মরিচে লোকশানের আশঙ্কা করছেন তারা। দেশ-বিদেশে মানিকগঞ্জের কাঁচা মরিচের সুনাম রয়েছে। সেই সঙ্গে রয়েছে ব্যাপক চাহিদা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জেলার সর্বত্রই চাষ হয়ে থাকে মরিচ। বিশেষ করে ঘিওর, শিবালয়, সাঁটুরিয়া ও হরিরামপুর উপজেলায় মরিচ চাষ হয় বেশি। জেলার উৎপাদিত মরিচ দেশব্যাপী সরবরাহের সুবিধার্থে বরংগাইল, ঝিটকা, বাঠইমুড়ী, সাঁটুরিয়া, ভাটবাউর, জাগীরসহ বিভিন্ন এলাকায় পাইকারি আড়তে কাঁচামরিচ ক্রয়-বিক্রয় হয়। সরেজমিনে ঘিওর উপজেলার বাঠইমুড়ি কাঁচা মরিচ আড়তে গিয়ে দেখা যায় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচা মরিচ নিয়ে এসেছেন। ভ্যান, রিকশা, হ্যালোবাইক,বাইসাইকেলসহ বিভিন্ন বাহনে তারা আড়তে এসেছেন। কিন্তু কাঙ্খিত দাম না পেয়ে হতাশা ব্যক্ত করেন উভাজানি গ্রামের মরিচ চাষি মোতালেব হোসেন। তিনি বলেন এবার ৭ বিঘা জমি কটে নিয়ে মরিচ চাষ করেছেন। প্রতি বিঘা জমি এক বছরের জন্য ৫ থেকে ৬ হাজার টাকা মালিককে দিতে হয়। এছাড়া শ্রমিকের মজুরী, সার, বীজ, কীটনাশকসহ অন্যান্য খরচ হয় বিঘা প্রতি ১০/১২ হাজার টাকা। মরিচ বিক্রি করলাম ১২ টাকা কেজিতে। সামনে মরিচের ভরা মৌসুম এর চেয়ে দাম কমে গেলে লোকসান গুনতে হবে। গতবছর বন্যায় মরিচে অনেক ক্ষতি হয়েছে। এবার ক্ষতি হলে কৃষি কাজ ছেড়ে দিব। তার মতো মিজান-কাদেরসহ অনেকেই জানান এবার মরিচে লোকসান হলে আর চাষাবাদ করবেন না। বাঠইমুড়ি কাঁচা মরিচ আড়তের সভাপতি মো. দিলশাদ খান দেলোয়ার বলেন এখানকার মরিচের মান ভালো। চাহিদাও বেশি। এ আড়তে সাধারণত বিন্দু, কালা বিন্দু ও বাল্লা মরিচ কেনা বেচা হয়। এখান থেকে আগে কাঁচা মরিচ বিদেশ যেত। তখন কৃষকরাও লাভবান হতো আমরাও লাভবান হতাম। আমাদের দাবি আবার মরিচ বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হোক। তা নাহলে কৃষক বাঁচবে না। আমরাও আড়ত চালাতে পারব না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাহজাহান আলী বিশ্বাস বলেন, এবছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ৯৯০৮ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হয়েছে। করোনার কারণে বিদেশে মরিচ রপ্তানি বন্ধ রয়েছে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
মরিচের বাম্পার ফলন কিন্তু হতাশ কৃষক
মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর