বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

দিনভর বৃষ্টিতে দুর্ভোগ সবজি বাজারে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৃষ্টিতে চরম দুর্ভোগ সবজি বাজারে। ক্রেতা বিক্রেতা উভয়েই পড়েছেন সংকটে। অস্থায়ী ভাবে স্কুল মাঠে জমে থাকা পানির ওপর সবজি নিয়ে বসে আছেন বিক্রেতারাও। জানা গেছে এক জুলাই থেকে কঠোর লকডাউন চলাকালে বাজারের জন্য ছোটবাজারের স্থায়ী মেছুয়া সবজির বাজারে মানুষের ভিড় থাকে। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজার করতে ভিড় জমান। এই চলমান লকডাউন বাস্তবায়নে গত এক সপ্তাহ ধরে প্রশাসন শহরের ছোটবাজারের স্থায়ী মেছুয়া বাজার থেকে কাঁচাবাজার অর্থাৎ সবজির বাজারটি অস্থায়ীভাবে সরিয়ে নেয় স্কুল মাঠে। কিন্তু দিনভর বৃষ্টি থাকলে মোক্তারপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠটিতে জমে যায় হাঁটু পানি। আর এই পানির উপরেই অস্থায়ী বাজারে সবজি নিয়ে বসে আছেন বিক্রেতারা। ক্রেতারাও পানি পেরিয়ে দুর্ভোগে সারছেন দৈনন্দিন বাজারটি। বিক্রেতারা বলছেন একে তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয় সবজি। অপরদিকে পানির জন্য ক্রেতা আসতে পারছে না।

সর্বশেষ খবর