বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিক হিসেবেও সেরা  : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সেরা প্রধানমন্ত্রীই নন, সেরা কূটনীতিকও। তার সফল কূটনৈতিক দক্ষতার কারণেই গত বছর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করোনাভাইরাসের টিকা বাংলাদেশে এনেছেন। তখন অনেক ধনী দেশ টিকা নিতে পারেনি। এখন দেশে গণটিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। বিএনপি দেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে নষ্ট করতে মরিয়া। তারা সংকটে দেশের পাশে না দাঁড়িয়ে সরকার ও আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের, দেশবিরোধীদের কূটনৈতিক ষড়যন্ত্রসহ নানা ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবেই। ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’- এই স্লোগানে শরীয়তপুরের নড়িয়া থানায় উপমন্ত্রীর নিজস্ব অর্থায়নে গঠিত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের তৃতীয় পর্যায়ে গতকাল সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আফা মোল্যার বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। এনামুল হক শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অসহায়দের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের সব উন্নয়ন কর্মকান্ড ও স্বাস্থ্যবিধি মেনে দুর্বারগতিতে এগিয়ে চলছে। এ ছাড়াও উপমন্ত্রী শরীয়তপুরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সচেতন থাকার আহ্বান জানান।

-শরীয়তপুর প্রতিনিধি 


সাত জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

কুমিল্লায় গতকাল ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এদিকে সিলেট, চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও ছয়জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় গতকাল ট্রাকের চাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। সিলেট : সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় ট্রাক চাপায় পলাশ গোয়ালা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানার আকরাম আলী সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রুবেল নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বগুড়া : বালুবাহী ট্রাক চাপায় রিপন মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জয়পুরহাট : কালাইয়ে ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছেন।  চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের নয়াগোলা এলাকায় ভটভটি উল্টে রাজন নামে এক যাত্রী নিহত হয়েছেন। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় ট্রাক চাপায় রেনু রানী সরকার নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।               

-প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর