নাটোরে উৎপাদিত ড্রাগন দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি হচ্ছে। তাই ভরা মৌসুমে ড্রাগন নিয়ে স্বপ্ন দেখেন জেলার শতাধিক চাষি। কিন্তু মহামারী করোনাভাইরাস গত বছরের মতো এবারও ড্রাগন চাষিদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা লকডাউনে বাগানের ড্রাগন বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের। চাষিরা জানান, কঠোর বিধিনিষেধ আরোপ এবং পরিবহন সংকটের কারণে ড্রাগন ফল সংগ্রহের এই ভরা মৌসুমে বেচাকেনা ও দাম দুটিই কমেছে। ৫০০ টাকা কেজির ড্রাগন এখন মাত্র ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে কারণে নাটোরের ড্রাগন চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সব মিলিয়ে প্রায় ২৬ কোটি টাকা লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাটোর কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, চলতি বছরে এ জেলার ৩০০ বিঘা জমিতে ড্রাগন চাষ হয়েছে। এতে ৬৪০ মেট্রিক টন ফল উৎপাদন হওয়ার কথা। ৫০০ টাকা কেজি দরে হিসাব করলে ওই ড্রাগনের দাম দাঁড়ায় ৩২ কোটি টাকা। অথচ চাষিরা এখন বিভিন্ন আড়তে মাত্র ১০০ টাকা কেজি দরে ড্রাগন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে পুরনো ড্রাগন চাষিদের পাশাপাশি নতুনরাও পুঁজি হারানোর আশাঙ্কায় রয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত কুমার বলেন, ড্রাগন অপ্রচলিত ও দামি ফল হওয়ায় এর অধিকাংশ ক্রেতা শহরের। বিধিনিষেধের কঠোরতাও শহরকেন্দ্রিক। ফলে ড্রাগন চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হবে। নাটোরে জুন মাসের মাঝামাঝি সময়ে বাগান থেকে ড্রাগন সংগ্রহ শুরু করেন চাষিরা। কিন্তু এবার দফয় দফায় লকডাউনের কারণে শহরগুলোয় ফলের দোকানে বিক্রি কমেছে। বিধিনিষেধের কারণে রাজধানীর সঙ্গে নাটোর ও রাজশাহীর সরাসরি বাস ও ট্রেন বন্ধ রয়েছে। এ কারণে কোথাও ড্রাগন পাঠানো যাচ্ছে না। তাছাড়া সব চাষির পক্ষে ট্রাকভাড়া করে ড্রাগন অন্যত্র পাঠানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিরোনাম
- পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
- ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক
- কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
- বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি!
- ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- এটা আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
- গণফোরামের গোপালগঞ্জ সদর আসনে প্রার্থী ঘোষণা
- ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ
- এ বছর আমন মৌসুমে ৩৪ টাকায় ধান, ৪৯ টাকায় আতপ চাল কিনবে সরকার
- তারেকের উদ্দেশে ইসি সচিব : ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’
- ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করছে
- নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসাসেবা : নিন্স পরিচালক
- মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, শতাধিক নিখোঁজ
- বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক
- মেয়ের প্রেমিকের বন্ধুকে পিটিয়ে হত্যা; ১৪ দিনেও গ্রেফতার নেই
- ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন
- জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
- ফের ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে ফিলিপাইন
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
করোনায় স্বপ্নভঙ্গ ড্রাগন চাষিদের
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর