নাটোরে উৎপাদিত ড্রাগন দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি হচ্ছে। তাই ভরা মৌসুমে ড্রাগন নিয়ে স্বপ্ন দেখেন জেলার শতাধিক চাষি। কিন্তু মহামারী করোনাভাইরাস গত বছরের মতো এবারও ড্রাগন চাষিদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা লকডাউনে বাগানের ড্রাগন বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের। চাষিরা জানান, কঠোর বিধিনিষেধ আরোপ এবং পরিবহন সংকটের কারণে ড্রাগন ফল সংগ্রহের এই ভরা মৌসুমে বেচাকেনা ও দাম দুটিই কমেছে। ৫০০ টাকা কেজির ড্রাগন এখন মাত্র ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে কারণে নাটোরের ড্রাগন চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সব মিলিয়ে প্রায় ২৬ কোটি টাকা লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাটোর কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, চলতি বছরে এ জেলার ৩০০ বিঘা জমিতে ড্রাগন চাষ হয়েছে। এতে ৬৪০ মেট্রিক টন ফল উৎপাদন হওয়ার কথা। ৫০০ টাকা কেজি দরে হিসাব করলে ওই ড্রাগনের দাম দাঁড়ায় ৩২ কোটি টাকা। অথচ চাষিরা এখন বিভিন্ন আড়তে মাত্র ১০০ টাকা কেজি দরে ড্রাগন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে পুরনো ড্রাগন চাষিদের পাশাপাশি নতুনরাও পুঁজি হারানোর আশাঙ্কায় রয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত কুমার বলেন, ড্রাগন অপ্রচলিত ও দামি ফল হওয়ায় এর অধিকাংশ ক্রেতা শহরের। বিধিনিষেধের কঠোরতাও শহরকেন্দ্রিক। ফলে ড্রাগন চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হবে। নাটোরে জুন মাসের মাঝামাঝি সময়ে বাগান থেকে ড্রাগন সংগ্রহ শুরু করেন চাষিরা। কিন্তু এবার দফয় দফায় লকডাউনের কারণে শহরগুলোয় ফলের দোকানে বিক্রি কমেছে। বিধিনিষেধের কারণে রাজধানীর সঙ্গে নাটোর ও রাজশাহীর সরাসরি বাস ও ট্রেন বন্ধ রয়েছে। এ কারণে কোথাও ড্রাগন পাঠানো যাচ্ছে না। তাছাড়া সব চাষির পক্ষে ট্রাকভাড়া করে ড্রাগন অন্যত্র পাঠানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
করোনায় স্বপ্নভঙ্গ ড্রাগন চাষিদের
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর