করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চলছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র মানবিক কার্যক্রম। পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে নগরীর প্রত্যেক থানায় চালু করা হয়েছে মানবিক পুলিশিং কার্যক্রম। জটিল রোগীদের জন্য ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস, গাড়ি সার্ভিস, অক্সিজেন ও প্লাজমা ব্যাংকসহ নানান কার্যক্রম চালু করেছে। মহামারীর এ সময়ে পুলিশের এমন মানবিক কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে পুলিশ নিয়ে সাধারণ মানুষের গতানুগতি ধারণা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘করোনাকালে পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে মানবিক সেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি অক্সিজেন, প্লাজমা, অ্যাম্বুলেন্সসহ নানান সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এসব মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। তাদের আস্থা অর্জন করতে চাই। জানা যায়, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হলে নগরীর ১৬ থানা পুলিশকে মানবিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন কমিশনার। পাশাপাশি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালু করা হয়। এ হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চিকিৎসা সেবা। এমনকি বিনামূল্যে করা হয় করোনা টেস্ট। টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকগণ। করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে অক্সিজেন ব্যাংক। নির্ধারিত নম্বরে ফোন করলেই পুলিশ সদস্যরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। একইভাবে চালু করা হয়েছে প্লাজমা ব্যাংক। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে ফ্রি গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এ সেবার মাধ্যমে প্রত্যেক দিন শত শত অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। মুমূর্ষু রোগীদের জন্য চালু করা হয়েছে ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস। নগরবাসীর জন্য এ সেবাটিও বিনামূল্যে দিচ্ছে পুলিশ। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সিএমপি। করোনা টিকা গ্রহণ প্রত্যাশীদের জন্য চালু করা হয়েছে টিকা নিবন্ধন সার্ভিস।
শিরোনাম
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
করোনাকালে মানবিক কার্যক্রমে পুলিশ
দেওয়া হচ্ছে ফ্রি আইসিইউ, অক্সিজেন, খাদ্য
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর