করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চলছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র মানবিক কার্যক্রম। পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে নগরীর প্রত্যেক থানায় চালু করা হয়েছে মানবিক পুলিশিং কার্যক্রম। জটিল রোগীদের জন্য ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস, গাড়ি সার্ভিস, অক্সিজেন ও প্লাজমা ব্যাংকসহ নানান কার্যক্রম চালু করেছে। মহামারীর এ সময়ে পুলিশের এমন মানবিক কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে পুলিশ নিয়ে সাধারণ মানুষের গতানুগতি ধারণা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘করোনাকালে পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে মানবিক সেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি অক্সিজেন, প্লাজমা, অ্যাম্বুলেন্সসহ নানান সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এসব মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। তাদের আস্থা অর্জন করতে চাই। জানা যায়, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হলে নগরীর ১৬ থানা পুলিশকে মানবিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন কমিশনার। পাশাপাশি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালু করা হয়। এ হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চিকিৎসা সেবা। এমনকি বিনামূল্যে করা হয় করোনা টেস্ট। টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকগণ। করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে অক্সিজেন ব্যাংক। নির্ধারিত নম্বরে ফোন করলেই পুলিশ সদস্যরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। একইভাবে চালু করা হয়েছে প্লাজমা ব্যাংক। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে ফ্রি গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এ সেবার মাধ্যমে প্রত্যেক দিন শত শত অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। মুমূর্ষু রোগীদের জন্য চালু করা হয়েছে ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস। নগরবাসীর জন্য এ সেবাটিও বিনামূল্যে দিচ্ছে পুলিশ। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সিএমপি। করোনা টিকা গ্রহণ প্রত্যাশীদের জন্য চালু করা হয়েছে টিকা নিবন্ধন সার্ভিস।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
করোনাকালে মানবিক কার্যক্রমে পুলিশ
দেওয়া হচ্ছে ফ্রি আইসিইউ, অক্সিজেন, খাদ্য
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর