করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চলছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র মানবিক কার্যক্রম। পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে নগরীর প্রত্যেক থানায় চালু করা হয়েছে মানবিক পুলিশিং কার্যক্রম। জটিল রোগীদের জন্য ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস, গাড়ি সার্ভিস, অক্সিজেন ও প্লাজমা ব্যাংকসহ নানান কার্যক্রম চালু করেছে। মহামারীর এ সময়ে পুলিশের এমন মানবিক কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে পুলিশ নিয়ে সাধারণ মানুষের গতানুগতি ধারণা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘করোনাকালে পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে মানবিক সেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি অক্সিজেন, প্লাজমা, অ্যাম্বুলেন্সসহ নানান সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এসব মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। তাদের আস্থা অর্জন করতে চাই। জানা যায়, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হলে নগরীর ১৬ থানা পুলিশকে মানবিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন কমিশনার। পাশাপাশি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালু করা হয়। এ হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চিকিৎসা সেবা। এমনকি বিনামূল্যে করা হয় করোনা টেস্ট। টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকগণ। করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে অক্সিজেন ব্যাংক। নির্ধারিত নম্বরে ফোন করলেই পুলিশ সদস্যরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। একইভাবে চালু করা হয়েছে প্লাজমা ব্যাংক। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে ফ্রি গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এ সেবার মাধ্যমে প্রত্যেক দিন শত শত অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। মুমূর্ষু রোগীদের জন্য চালু করা হয়েছে ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস। নগরবাসীর জন্য এ সেবাটিও বিনামূল্যে দিচ্ছে পুলিশ। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সিএমপি। করোনা টিকা গ্রহণ প্রত্যাশীদের জন্য চালু করা হয়েছে টিকা নিবন্ধন সার্ভিস।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
করোনাকালে মানবিক কার্যক্রমে পুলিশ
দেওয়া হচ্ছে ফ্রি আইসিইউ, অক্সিজেন, খাদ্য
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর