করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চলছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র মানবিক কার্যক্রম। পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে নগরীর প্রত্যেক থানায় চালু করা হয়েছে মানবিক পুলিশিং কার্যক্রম। জটিল রোগীদের জন্য ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস, গাড়ি সার্ভিস, অক্সিজেন ও প্লাজমা ব্যাংকসহ নানান কার্যক্রম চালু করেছে। মহামারীর এ সময়ে পুলিশের এমন মানবিক কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে পুলিশ নিয়ে সাধারণ মানুষের গতানুগতি ধারণা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘করোনাকালে পেশাগত দায়িত্বে বাইরে গিয়ে মানবিক সেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি অক্সিজেন, প্লাজমা, অ্যাম্বুলেন্সসহ নানান সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এসব মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। তাদের আস্থা অর্জন করতে চাই। জানা যায়, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হলে নগরীর ১৬ থানা পুলিশকে মানবিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন কমিশনার। পাশাপাশি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালু করা হয়। এ হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চিকিৎসা সেবা। এমনকি বিনামূল্যে করা হয় করোনা টেস্ট। টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকগণ। করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে অক্সিজেন ব্যাংক। নির্ধারিত নম্বরে ফোন করলেই পুলিশ সদস্যরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। একইভাবে চালু করা হয়েছে প্লাজমা ব্যাংক। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে প্রত্যেক থানায় চালু করা হয়েছে ফ্রি গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এ সেবার মাধ্যমে প্রত্যেক দিন শত শত অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। মুমূর্ষু রোগীদের জন্য চালু করা হয়েছে ফ্রি আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস। নগরবাসীর জন্য এ সেবাটিও বিনামূল্যে দিচ্ছে পুলিশ। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সিএমপি। করোনা টিকা গ্রহণ প্রত্যাশীদের জন্য চালু করা হয়েছে টিকা নিবন্ধন সার্ভিস।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
করোনাকালে মানবিক কার্যক্রমে পুলিশ
দেওয়া হচ্ছে ফ্রি আইসিইউ, অক্সিজেন, খাদ্য
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর