শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অনলাইন আদালত ব্যবস্থাপনায় দুর্ভোগ কমেছে লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিনিধি

অনলাইন আদালত ব্যবস্থাপনায় দুর্ভোগ কমেছে লালমনিরহাটে

পাটগ্রাম উপজেলা থেকে লালমনিরহাট জেলা সদরে আদালতে যেতে পাড়ি দিতে হয় ১১৫ কিলোমিটার রাস্তা। সময়মতো পাওয়া যায় না যানবাহন। শুধু মামলার শুনানি কবে এ তথ্য জানতে বাদী-বিবাদীকে উপস্থিত হতে হতো আদালতে। অনলাইন আদালত ব্যবস্থাপনায় মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর সেবা চালুর পর অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানান সেবাগ্রহীতারা। লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট আওতাধীন সব আদালত ব্যবস্থাপনায় আধুনিকায়নের কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে। এরপর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬৬৭টি মামলার বিপরীতে ১০ হাজার ৫৬৮ জনকে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে তথ্য জানানো হয়েছে। এই পদ্ধতিতে আদালতের পক্ষ থেকে মামলার শুরুতেই মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। কারও মোবাইল না থাকলে পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তির নম্বর রাখা হয়। এরপর পেশকার মামলার তারিখসহ প্রয়োজনীয় তথ্য খুদে বার্তার মাধ্যমে বাদী-বিবাদী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের জানান। জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘মামলাসংক্রান্ত তথ্য-উপাত্ত সেবাপ্রার্থীদের জানতে এখন যেমন দালালদের টাকা দিতে হয় না তেমনি কমেছে হয়রানি।’

সর্বশেষ খবর