শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গাঁজাসহ অ্যাম্বুলেন্স চালক-হেলপার গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরে পাচারের সময় ৩২ কেজি গাঁজাসহ এক অ্যাম্বুলেন্সচালক, হেলপার ও অপর যাত্রীকে আটক করেছে র‌্যাব। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় অ্যাম্বুলেন্সে নাটোর হয়ে রাজশাহী অভিমুখে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

এ সময় অ্যাম্বুলেন্সসহ অ্যাম্বুলেন্সে থাকা ৩২কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন, চারটি সিম ও তিন হাজার নগদ টাকা জব্দ করা হয়। মাদক বহনের দায়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে অ্যাম্বুলেন্স চালক মো. রানা, অ্যাম্বুলেন্সের হেলপার একই গ্রামের আবদুস সোবাহানের ছেলে শাহ আলম এবং অ্যাম্বুলেন্সের যাত্রী পরিচয়দানকারী ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে আল আমিনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা জানায়, লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য তারা রাজশাহীর দিকে যাচ্ছিল। আটককৃত তিনজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর