সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

এসপি কার্যালয়ের সামনে সন্তানদের ফেলে গেলেন মা

সাবেক স্বামীর বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে দুই সন্তানকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফেলে গেছেন এক নারী। ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। শিশু দুটির বাবা ইমরান হোসেন কাঁঠালিয়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে। শিশু দুটির মায়ের নাম সুমাইয়া আক্তার। ২০১৯ সালের মে মাসে ঝালকাঠি সদরের খাওক্ষির গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় ইমরানের। গত মার্চে তাদের বিয়েবিচ্ছেদ হয়। তখন সিদ্ধান্ত হয়, ১৬ মাস বয়সী দুই শিশুর ভরণপোষণের জন্য ইমরান প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবেন। সুমাইয়ার দাবি, বিচ্ছেদের পর থেকে সন্তানদের কোনো ভরণপোষণ ও চিকিৎসা দিচ্ছেন না ইমরান। পুলিশ সূত্রে জানা যায়, ইমরান ও সুমাইয়ার সংসার টিকিয়ে রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একাধিকবার শালিস হয়।          -ঝালকাঠি প্রতিনিধি

 

ধর্ষণ মামলায় কনস্টেবল গ্রেফতার

যৌন পীড়নের অভিযোগে গাজীপুরে মনিরুজ্জামান (২৩) নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে। মনিরুজ্জামান সিরাজগঞ্জের কাজীপুর থানার বিয়ারা চরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কর্মরত আছেন। কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও এলাকাবাসী জানায়, মনিরুজ্জামান প্রেমের সম্পর্ক গড়ে তোলে গার্মেন্টস কর্মী এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনায় ওই তরুণী গাজীপুর আদালতে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান শনিবার রাতে কোনাবাড়ির পেয়ারাবাগান এলাকায় বাদীর বাসায় গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন। এ ঘটনায় ওই তরুণী গতকাল দ্বিতীয়বার মামলা করেন।                 -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর