মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্মাণাধীন চুল্লি থেকে পড়ে দুই শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন নিউক্লিয়ার চুল্লি থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর এক শ্রমিক। গতকাল দুপুর ১টার দিকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটে এ ঘটনা ঘটে। পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকল্পের নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে তিনি জানান, গতকাল দুপুরে দ্বিতীয় ইউনিটের নির্মাণাধীন নিউক্লিয়ার চুল্লিতে কাজ করার সময় দুর্ঘটনাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ওয়াছেব আলীর ছেলে মনি (৪০), সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। তবে, আহত শ্রমিকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক রূপপুর পারমাণবিক প্রকল্পের এক কর্মকর্তা জানান, নিউক্লিয়ার চুল্লি নির্মাণে কাজ করার সময় দুর্ঘটনাবশত লোহার ভারী  কোনো বস্তু ওই শ্রমিকদের ওপর খুলে পড়ে। ভারী বস্তুর আঘাতে তারা নিচে পড়ে যান।  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়, সেখানে দুজন মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর