মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

পরিমাণে কম পেট্রোল দিয়ে ভোক্তাদের ঠকানোর দায়ে মানিকগঞ্জের দুটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রোল পাম্প দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অর্থদন্ড ও সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন।

পাম্প দুটি হলো মানিকগঞ্জ জেলা শহরের উঁচুটিয়া-নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন ও হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশন। আসাদুজ্জামান রুমেল বলেন, পেট্রোল পাম্পগুলোয় পরিমাণে কম দিয়ে ভোক্তারের ঠকানো হচ্ছে মর্মে পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এর মধ্যে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোলে ৩৪৪ মিলিলিটার ও মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলিলিটার পেট্রোল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই দুই ফিলিং স্টেশন মালিককে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর