শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নয় বছরেও হয়নি সেতু

মাদারীপুর প্রতিনিধি

নয় বছরেও হয়নি সেতু

ডাসারে চলবল গ্রামে সড়ক ও সেতু না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন আশপাশের ১০ গ্রামের হাজার হাজার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে পড়তে হয় চরম দুর্ভোগে। এসব সমস্যা বিবেচনা করে প্রায় নয় বছর আগে ডাসারে একটি সড়ক ও দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুটি সেতুর কাজ অর্ধেক করে ফেলে রাখা হয়েছে অর্থাভাবে। দীর্ঘদিনেও নির্মিত হয়নি সড়কটি। এতে ডাসার ও গোপালগঞ্জের কোটালীপাড়ার বিল অঞ্চলের মানুষ সহজ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মাদারীপুর সড়ক বিভাগ বলছে, সেতু ও সড়কটি নতুন করে নির্মাণের চেষ্টা হচ্ছে। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ডাসার উপজেলার চলবল গ্রামে ৫ কিলোমিটারের একটি সড়ক ২০১২ সালে নির্মাণের উদ্যোগ নেয় মাদারীপুর সড়ক ও জনপথ অধিদফতর। এর অংশ হিসেবে দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। রামশীল বাজার ও দক্ষিণ ডাসার সংযোগ সড়ক নামে এ প্রকল্পে দুটি সেতু নির্মাণে ২০১৫ সাল পর্যন্ত ৩ কোটি ৭৬ লাখ টাকা খরচ হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। মাদারীপুর সওজ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘এ সড়কের দুটি সেতুর অর্ধেক কাজ শেষে অর্থ জটিলতায় নির্মাণ বন্ধ রয়েছে। এখন নতুন করে রাস্তাটি যাতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা যায় সেজন্য সড়ক বিভাগ কাজ করছে। ইতিমধ্যে নতুন ডিজাইন প্রণয়ন করা হয়েছে। সাইট ভিজিটও করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর