ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের অংশে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চৌদ্দগ্রাম। এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে প্রায় ৪৪ কি.মি. মহাসড়ক। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। জনবহুল এই উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মিল-কারখানা। এই মহাসড়কের ওপর রয়েছে বেশ কিছু ফুটওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত এই ওভারব্রিজগুলোয় জন্মাচ্ছে আগাছা, মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি এই স্থাপনাগুলো। ফুটওভার ব্রিজগুলো উপযুক্ত স্থানে না হওয়ার কারণে এর সুফল পাচ্ছেন না অনেকেই। তাদের দাবি, এই কষ্ট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌদ্দগ্রামের অংশে মিয়াবাজার, মিশ্বানীবাজার, চৌদ্দগ্রামবাজার, জগন্নাথ দিঘি, গাংরা, পদুয়া ও লাটিমি এলাকায় রয়েছে মোট আট ফুটওভার ব্রিজ। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজারের ফুটওভার ব্রিজ তিনটি গুরুত্বপূর্ণ তবে এই ব্রিজগুলোও ব্যবহার করছে না সাধারণ পথচারীরা। যার ফলে আগাছা জন্মে মরিচা পড়ে নষ্ট হচ্ছে ব্রিজগুলো। স্কুলছাত্র রিফাত জানায়, প্রতিদিনই এই সড়কটি পার করতে হয়। ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন কয়েক দিন ব্যবহার করলেও বিগত দুই বছর একবারের জন্যও ব্রিজটিতে ওঠেনি সে। মিয়াবাজারের ব্যবসায়ী সফিকুল আলম জানান, ব্রিজগুলোর সিঁড়িগুলো অনেক বড় বড়, তার পায়ে কয়েক দফা অপারেশন করা হয়েছে। তাই ব্রিজে উঠতে পারেন না তিনি। প্রভাষক শরিফুল ইসলাম মজুমদার ফকরুল জানান, কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে উদাসীন। বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ, কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন হতে হবে। ইউএনও এস এম মঞ্জুরুল ইসলাম জানায়, প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
ব্যবহার হচ্ছে না চৌদ্দগ্রামের আট ফুটওভার ব্রিজ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর