ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের অংশে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চৌদ্দগ্রাম। এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে প্রায় ৪৪ কি.মি. মহাসড়ক। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। জনবহুল এই উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মিল-কারখানা। এই মহাসড়কের ওপর রয়েছে বেশ কিছু ফুটওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত এই ওভারব্রিজগুলোয় জন্মাচ্ছে আগাছা, মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি এই স্থাপনাগুলো। ফুটওভার ব্রিজগুলো উপযুক্ত স্থানে না হওয়ার কারণে এর সুফল পাচ্ছেন না অনেকেই। তাদের দাবি, এই কষ্ট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌদ্দগ্রামের অংশে মিয়াবাজার, মিশ্বানীবাজার, চৌদ্দগ্রামবাজার, জগন্নাথ দিঘি, গাংরা, পদুয়া ও লাটিমি এলাকায় রয়েছে মোট আট ফুটওভার ব্রিজ। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজারের ফুটওভার ব্রিজ তিনটি গুরুত্বপূর্ণ তবে এই ব্রিজগুলোও ব্যবহার করছে না সাধারণ পথচারীরা। যার ফলে আগাছা জন্মে মরিচা পড়ে নষ্ট হচ্ছে ব্রিজগুলো। স্কুলছাত্র রিফাত জানায়, প্রতিদিনই এই সড়কটি পার করতে হয়। ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন কয়েক দিন ব্যবহার করলেও বিগত দুই বছর একবারের জন্যও ব্রিজটিতে ওঠেনি সে। মিয়াবাজারের ব্যবসায়ী সফিকুল আলম জানান, ব্রিজগুলোর সিঁড়িগুলো অনেক বড় বড়, তার পায়ে কয়েক দফা অপারেশন করা হয়েছে। তাই ব্রিজে উঠতে পারেন না তিনি। প্রভাষক শরিফুল ইসলাম মজুমদার ফকরুল জানান, কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে উদাসীন। বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ, কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন হতে হবে। ইউএনও এস এম মঞ্জুরুল ইসলাম জানায়, প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
- নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল আকৃতির সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
ব্যবহার হচ্ছে না চৌদ্দগ্রামের আট ফুটওভার ব্রিজ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর