ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের অংশে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চৌদ্দগ্রাম। এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে প্রায় ৪৪ কি.মি. মহাসড়ক। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। জনবহুল এই উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মিল-কারখানা। এই মহাসড়কের ওপর রয়েছে বেশ কিছু ফুটওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত এই ওভারব্রিজগুলোয় জন্মাচ্ছে আগাছা, মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি এই স্থাপনাগুলো। ফুটওভার ব্রিজগুলো উপযুক্ত স্থানে না হওয়ার কারণে এর সুফল পাচ্ছেন না অনেকেই। তাদের দাবি, এই কষ্ট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌদ্দগ্রামের অংশে মিয়াবাজার, মিশ্বানীবাজার, চৌদ্দগ্রামবাজার, জগন্নাথ দিঘি, গাংরা, পদুয়া ও লাটিমি এলাকায় রয়েছে মোট আট ফুটওভার ব্রিজ। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজারের ফুটওভার ব্রিজ তিনটি গুরুত্বপূর্ণ তবে এই ব্রিজগুলোও ব্যবহার করছে না সাধারণ পথচারীরা। যার ফলে আগাছা জন্মে মরিচা পড়ে নষ্ট হচ্ছে ব্রিজগুলো। স্কুলছাত্র রিফাত জানায়, প্রতিদিনই এই সড়কটি পার করতে হয়। ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন কয়েক দিন ব্যবহার করলেও বিগত দুই বছর একবারের জন্যও ব্রিজটিতে ওঠেনি সে। মিয়াবাজারের ব্যবসায়ী সফিকুল আলম জানান, ব্রিজগুলোর সিঁড়িগুলো অনেক বড় বড়, তার পায়ে কয়েক দফা অপারেশন করা হয়েছে। তাই ব্রিজে উঠতে পারেন না তিনি। প্রভাষক শরিফুল ইসলাম মজুমদার ফকরুল জানান, কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে উদাসীন। বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ, কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন হতে হবে। ইউএনও এস এম মঞ্জুরুল ইসলাম জানায়, প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ব্যবহার হচ্ছে না চৌদ্দগ্রামের আট ফুটওভার ব্রিজ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর