ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের অংশে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চৌদ্দগ্রাম। এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে প্রায় ৪৪ কি.মি. মহাসড়ক। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। জনবহুল এই উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মিল-কারখানা। এই মহাসড়কের ওপর রয়েছে বেশ কিছু ফুটওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত এই ওভারব্রিজগুলোয় জন্মাচ্ছে আগাছা, মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি এই স্থাপনাগুলো। ফুটওভার ব্রিজগুলো উপযুক্ত স্থানে না হওয়ার কারণে এর সুফল পাচ্ছেন না অনেকেই। তাদের দাবি, এই কষ্ট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌদ্দগ্রামের অংশে মিয়াবাজার, মিশ্বানীবাজার, চৌদ্দগ্রামবাজার, জগন্নাথ দিঘি, গাংরা, পদুয়া ও লাটিমি এলাকায় রয়েছে মোট আট ফুটওভার ব্রিজ। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজারের ফুটওভার ব্রিজ তিনটি গুরুত্বপূর্ণ তবে এই ব্রিজগুলোও ব্যবহার করছে না সাধারণ পথচারীরা। যার ফলে আগাছা জন্মে মরিচা পড়ে নষ্ট হচ্ছে ব্রিজগুলো। স্কুলছাত্র রিফাত জানায়, প্রতিদিনই এই সড়কটি পার করতে হয়। ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন কয়েক দিন ব্যবহার করলেও বিগত দুই বছর একবারের জন্যও ব্রিজটিতে ওঠেনি সে। মিয়াবাজারের ব্যবসায়ী সফিকুল আলম জানান, ব্রিজগুলোর সিঁড়িগুলো অনেক বড় বড়, তার পায়ে কয়েক দফা অপারেশন করা হয়েছে। তাই ব্রিজে উঠতে পারেন না তিনি। প্রভাষক শরিফুল ইসলাম মজুমদার ফকরুল জানান, কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে উদাসীন। বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ, কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন হতে হবে। ইউএনও এস এম মঞ্জুরুল ইসলাম জানায়, প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা