ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের অংশে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চৌদ্দগ্রাম। এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে প্রায় ৪৪ কি.মি. মহাসড়ক। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার। জনবহুল এই উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মিল-কারখানা। এই মহাসড়কের ওপর রয়েছে বেশ কিছু ফুটওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অব্যবহৃত এই ওভারব্রিজগুলোয় জন্মাচ্ছে আগাছা, মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি এই স্থাপনাগুলো। ফুটওভার ব্রিজগুলো উপযুক্ত স্থানে না হওয়ার কারণে এর সুফল পাচ্ছেন না অনেকেই। তাদের দাবি, এই কষ্ট নিরসনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌদ্দগ্রামের অংশে মিয়াবাজার, মিশ্বানীবাজার, চৌদ্দগ্রামবাজার, জগন্নাথ দিঘি, গাংরা, পদুয়া ও লাটিমি এলাকায় রয়েছে মোট আট ফুটওভার ব্রিজ। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজারের ফুটওভার ব্রিজ তিনটি গুরুত্বপূর্ণ তবে এই ব্রিজগুলোও ব্যবহার করছে না সাধারণ পথচারীরা। যার ফলে আগাছা জন্মে মরিচা পড়ে নষ্ট হচ্ছে ব্রিজগুলো। স্কুলছাত্র রিফাত জানায়, প্রতিদিনই এই সড়কটি পার করতে হয়। ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন কয়েক দিন ব্যবহার করলেও বিগত দুই বছর একবারের জন্যও ব্রিজটিতে ওঠেনি সে। মিয়াবাজারের ব্যবসায়ী সফিকুল আলম জানান, ব্রিজগুলোর সিঁড়িগুলো অনেক বড় বড়, তার পায়ে কয়েক দফা অপারেশন করা হয়েছে। তাই ব্রিজে উঠতে পারেন না তিনি। প্রভাষক শরিফুল ইসলাম মজুমদার ফকরুল জানান, কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে উদাসীন। বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ, কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন হতে হবে। ইউএনও এস এম মঞ্জুরুল ইসলাম জানায়, প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ