মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লার পাগলা রসুলপুরের একটি স্টিল মিলে লোহার রড গলানো ভাট্রি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সোহেল রানা, লিটন, আরিফ, বিল্লাল হোসেন ও মোহাম্মদ আলী। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ওই কারখানার কেমিস্ট মো. আশিক সত্যতা নিশ্চিত করেছেন।

বলেন, মিলের ভাট্রি বিস্ফোরণে গরম লোহার পারদ শ্রমিকদের ওপর পড়ায় দগ্ধ হন তারা। তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, বিল্লাল হোসেন ২০, আরিফ ১১, মোহাম্মদ আলী ৫২, সোহেল ১৩ ও লিটনের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলেও জানান তিনি। ঘটনাস্থলে যাওয়া গণমাধ্যম কর্মীরা জানান, স্টিল মিলের ভিতর গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে শিল্পপুলিশের এসআই আবদুর রহমান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি মিলের ভিতর প্রবেশ করতে। কিন্তু মালিকপক্ষ এ রকম কোনো ঘটনাই ঘটেনি বলে আমাদের ভিতর প্রেবশ করতে দিচ্ছেন না। ভিতরে গিয়ে সিকিউরিটি রুম পর্যন্ত প্রবেশ করতে পারলেও ঘটনাস্থলে যেতে দিচ্ছেন না। এ নিয়ে তাদের সঙ্গে তর্কবিতর্ক চলছে। বিষয়টি স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

 

 

সর্বশেষ খবর