রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির আল্পনায় আঁকা শিল্পকর্মে মুগ্ধ পথচারীরা। অপলোক দৃষ্টিতে দেখছে এক ব্যক্তির আঁকা এসব শিল্পকর্ম। গতকাল বেলা ৩টার দিকে জেলা শহরের পৌরসভার পান্না চত্বরের নান্নু টাওয়ারের পাশ দিয়ে যাওয়া রাস্তার পাশে কঁচুপাতা, চক ও কয়লা দিয়ে এমন শিল্পকর্ম এঁকে যাচ্ছেন এক ব্যক্তি। তার শিল্পকর্মে শোভা পেয়েছে ফুল আর পাখি। পাশে লেখা রয়েছে, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি। কাঁদিবে ভুবন।’ আরও রয়েছে এগুলো যারা মোবাইলে তুলে নেটের ভিতরে ছেড়ে দেবে তাদেরকে অভিশাপ করব। নেটের ভিতরে এগুলোর কোনো মর্যাদা দেয় না। ভালোবাসা নিয়ে লিখেছেন, ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। অসাধারণ শিল্পকর্মের পাশাপাশি সুন্দর হাতের লেখায় দেখছে পথচারীরা। জীবনের সঙ্গে জড়িত এসব বাস্তব লেখা ও শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি তিনি। পথচারীরা তাকে ইতিপূর্বে রাজবাড়ীর কোথায়ও দেখেনি। সংবাদকর্মী পরিচয় দিলে শুধু বলে, অনেক ভালোবাসি। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। পথচারী নাজিম আহম্মেদ বলেন, আমি দুপুর বেলা বাসায় খেতে যাচ্ছিলাম। হঠাৎ এমন শিল্পকর্ম চোখে পড়ল। অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম। সত্যি অসাধারণ শিল্পকল্প অঙ্কন করতে পারেন তিনি। রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী সারদা সরকার বলেন, অসাধারণ হাতের লেখার পাশে শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। কিছুক্ষণের জন্য জীবনের অর্থ খোঁজার চেষ্টা করলাম। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস বলেন, শিল্পকর্ম হচ্ছে মানুষের মনের বহিঃপ্রকাশ। মনের বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম শিল্পকর্ম। আপনার কাছ থেকে শুনে যা মনে হলো তিনি জীবনের বাস্তবতা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শিল্পের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা