রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির আল্পনায় আঁকা শিল্পকর্মে মুগ্ধ পথচারীরা। অপলোক দৃষ্টিতে দেখছে এক ব্যক্তির আঁকা এসব শিল্পকর্ম। গতকাল বেলা ৩টার দিকে জেলা শহরের পৌরসভার পান্না চত্বরের নান্নু টাওয়ারের পাশ দিয়ে যাওয়া রাস্তার পাশে কঁচুপাতা, চক ও কয়লা দিয়ে এমন শিল্পকর্ম এঁকে যাচ্ছেন এক ব্যক্তি। তার শিল্পকর্মে শোভা পেয়েছে ফুল আর পাখি। পাশে লেখা রয়েছে, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি। কাঁদিবে ভুবন।’ আরও রয়েছে এগুলো যারা মোবাইলে তুলে নেটের ভিতরে ছেড়ে দেবে তাদেরকে অভিশাপ করব। নেটের ভিতরে এগুলোর কোনো মর্যাদা দেয় না। ভালোবাসা নিয়ে লিখেছেন, ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। অসাধারণ শিল্পকর্মের পাশাপাশি সুন্দর হাতের লেখায় দেখছে পথচারীরা। জীবনের সঙ্গে জড়িত এসব বাস্তব লেখা ও শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি তিনি। পথচারীরা তাকে ইতিপূর্বে রাজবাড়ীর কোথায়ও দেখেনি। সংবাদকর্মী পরিচয় দিলে শুধু বলে, অনেক ভালোবাসি। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। পথচারী নাজিম আহম্মেদ বলেন, আমি দুপুর বেলা বাসায় খেতে যাচ্ছিলাম। হঠাৎ এমন শিল্পকর্ম চোখে পড়ল। অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম। সত্যি অসাধারণ শিল্পকল্প অঙ্কন করতে পারেন তিনি। রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী সারদা সরকার বলেন, অসাধারণ হাতের লেখার পাশে শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। কিছুক্ষণের জন্য জীবনের অর্থ খোঁজার চেষ্টা করলাম। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস বলেন, শিল্পকর্ম হচ্ছে মানুষের মনের বহিঃপ্রকাশ। মনের বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম শিল্পকর্ম। আপনার কাছ থেকে শুনে যা মনে হলো তিনি জীবনের বাস্তবতা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শিল্পের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
অপরূপ শিল্পকর্ম দেখে মুগ্ধ সবাই
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর