বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠার ৪৬ বছর পার করলেও নির্মাণ হয়নি নিজস্ব ভবন। ১৯৭৫ সালের ১ ডিসেম্বর বাগেরহাটের জেলা প্রশাসকের কাছ থেকে ২৭ শতাংশ জমি ভাড়া নিয়ে ৩৬ বছর চলে মোংলা পৌরসভার কার্যক্রম। পৌরসভা পরে ওই জায়গায় দোতলা মার্কেট করে ভাড়া দেয়। বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের শ্রমিক হাসপাতালের পরিত্যক্ত তিন তলা ভবনে ১০ বছর ধরে চলছে পৌরসভার কার্যক্রম। পরিত্যক্ত ওই ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। সামনের অংশের রড বের হয়ে গেছে। পিলারে ফাটল ধরেছে। ঝুঁকি নিয়ে কাজ করছেন পৌর মেয়রসহ ৩৫ জন স্থায়ী এবং ১০৫ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী। মোংলা পোর্ট পৌরসভার নাগরিক সেবা নিতে আসা আলী আজম, ওয়াসিম আরমান, আবদুল জলিল ও কেয়া বেগম জানান, মোংলা উপজেলার সব ইউনিয়নেও এর চেয়ে ভালো ভবন রয়েছে। বর্তমানে পৌরসভার রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো। অথচ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পৌরসভার কাজ চলছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান জানান, বিগত ৪৬ বছরেও আমরা পৌরসভার জন্য কোনো স্থায়ী জায়গায় ভবন করতে পারিনি। ঝুঁকি নিয়ে নাগরিকদের সেবা দিতে হয়। নতুন পৌর ভবনের জন্য ৫২ শতাংশ জায়গা প্রয়োজন, যা মোংলা পোর্ট পৌরসভার নেই। সরকারি জায়গা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছেও জায়গার জন্য আবেদন করা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন, জায়গা পেলে ভবন নির্মাণ করা হবে। তখন নাগরিক সেবা কার্যক্রমে গতি বাড়বে। ভাড়া নেওয়া জায়গায় পৌর ভবন না করে মার্কেট করা হলো কেন- জানতে চাইলে মেয়র বলেন, পৌর ভবনের জন্য ৫২ শতাংশ জায়গার প্রয়োজন। ২৭ শতাংশ জায়গায় পৌর ভবন নির্মাণের নিয়ম নেই।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা