বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠার ৪৬ বছর পার করলেও নির্মাণ হয়নি নিজস্ব ভবন। ১৯৭৫ সালের ১ ডিসেম্বর বাগেরহাটের জেলা প্রশাসকের কাছ থেকে ২৭ শতাংশ জমি ভাড়া নিয়ে ৩৬ বছর চলে মোংলা পৌরসভার কার্যক্রম। পৌরসভা পরে ওই জায়গায় দোতলা মার্কেট করে ভাড়া দেয়। বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের শ্রমিক হাসপাতালের পরিত্যক্ত তিন তলা ভবনে ১০ বছর ধরে চলছে পৌরসভার কার্যক্রম। পরিত্যক্ত ওই ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। সামনের অংশের রড বের হয়ে গেছে। পিলারে ফাটল ধরেছে। ঝুঁকি নিয়ে কাজ করছেন পৌর মেয়রসহ ৩৫ জন স্থায়ী এবং ১০৫ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী। মোংলা পোর্ট পৌরসভার নাগরিক সেবা নিতে আসা আলী আজম, ওয়াসিম আরমান, আবদুল জলিল ও কেয়া বেগম জানান, মোংলা উপজেলার সব ইউনিয়নেও এর চেয়ে ভালো ভবন রয়েছে। বর্তমানে পৌরসভার রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো। অথচ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পৌরসভার কাজ চলছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান জানান, বিগত ৪৬ বছরেও আমরা পৌরসভার জন্য কোনো স্থায়ী জায়গায় ভবন করতে পারিনি। ঝুঁকি নিয়ে নাগরিকদের সেবা দিতে হয়। নতুন পৌর ভবনের জন্য ৫২ শতাংশ জায়গা প্রয়োজন, যা মোংলা পোর্ট পৌরসভার নেই। সরকারি জায়গা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছেও জায়গার জন্য আবেদন করা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন, জায়গা পেলে ভবন নির্মাণ করা হবে। তখন নাগরিক সেবা কার্যক্রমে গতি বাড়বে। ভাড়া নেওয়া জায়গায় পৌর ভবন না করে মার্কেট করা হলো কেন- জানতে চাইলে মেয়র বলেন, পৌর ভবনের জন্য ৫২ শতাংশ জায়গার প্রয়োজন। ২৭ শতাংশ জায়গায় পৌর ভবন নির্মাণের নিয়ম নেই।
শিরোনাম
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া