নাওগাঁয় ট্রাকের ধাক্কায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজন। এছাড়া খুলনা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসকসহ আরও পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ : ধামইরহাটে উপজেলার হরতকীডাঙ্গা বাজারে ট্রাকের ধাক্কায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় গতকাল ভোরে তাদের মৃত্যু হয়। এর আগে রবিবার রাতে দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন ধামইরহাটের আবু সুফিয়ান (১৮), আব্দুস সালাম (৩০), মিনহাজুল (২৮) ও সজল (৩৫)। খুলনা : ডুমুরিয়া উপজেলার চুকনগরে গতকাল সকালে বাসের ধাক্কায় তোফিক হাসান সোহেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি যশোরের কেশবপুর সদর উপজেলায়। বগুড়া : নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সকালে নন্দীগ্রামের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (৩০) একই উপজেলার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : সকালে সরাইল উপজেলার কাটানিশার বাজারে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে এর চালকের মৃত্যু হয়েছে। নিহত মলাই মিয়ার (৪১) বাড়ি উপজেলার কাটানিশার গ্রামে। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে হোসেন সিকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় আহত উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুস সালাম (৪২) মারা গেছেন। গতকাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তার মৃতু্যু হয়। বরগুনা : ঘন কুয়াশায় সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে হেলপার তোতা মিয়া (১৫) এর ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর