শিরোনাম
মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪

নাওগাঁয় ট্রাকের ধাক্কায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজন। এছাড়া খুলনা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসকসহ আরও পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ : ধামইরহাটে উপজেলার হরতকীডাঙ্গা বাজারে ট্রাকের ধাক্কায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় গতকাল ভোরে তাদের মৃত্যু হয়। এর আগে রবিবার রাতে দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন ধামইরহাটের আবু সুফিয়ান (১৮), আব্দুস সালাম (৩০), মিনহাজুল (২৮) ও সজল (৩৫)।  খুলনা : ডুমুরিয়া উপজেলার চুকনগরে গতকাল সকালে বাসের ধাক্কায় তোফিক হাসান সোহেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি যশোরের কেশবপুর সদর উপজেলায়। বগুড়া : নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সকালে নন্দীগ্রামের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (৩০) একই উপজেলার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : সকালে সরাইল উপজেলার কাটানিশার বাজারে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে এর চালকের মৃত্যু হয়েছে। নিহত মলাই মিয়ার (৪১) বাড়ি উপজেলার কাটানিশার গ্রামে। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে হোসেন সিকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় আহত উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুস সালাম (৪২) মারা গেছেন। গতকাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তার মৃতু্যু হয়। বরগুনা : ঘন কুয়াশায় সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে হেলপার তোতা মিয়া (১৫) এর ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

সর্বশেষ খবর