পরিকল্পিত উন্নয়নে বদলে গেছে সিরাজঞ্জের উল্লাপাড়া উপজেলার গ্রামীণ জনপদের চিত্র। চলনবিল অধ্যুষিত এ উপজেলার প্রতিটি গ্রামে নির্মিত হয়েছে পাকা রাস্তা ও সেতু-কালভার্ট। ফসলের মাঠের বুক চিরে নির্মিত কংক্রিটের রাস্তায় চলছে আধুনিক যানবাহন। কৃষকরা খামারে উৎপাদিত দুধসহ কৃষিপণ্য কারখানা ও হাট-বাজারে আনা নেওয়া করতে পারছেন সহজেই। এক যুগ আগেও যা ছিল এই জনপদের মানুষের কাছে স্বপ্ন। বর্তমান সরকারের এমন উন্নয়নে মানুষের জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গ্রামে বসেই পাচ্ছে শহরের সব সুযোগ-সুবিধা। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন জানান, এ উপজেলায় ২০১৪ সাল থেকে ২০৮ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। সংস্কার হয়েছে প্রায় ২০০ কিলোমিটার। ১৬টি সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নে সাব-মার্সিবল সড়ক করা হয়েছে ২৫ কিলোমিটার। নতুন করে আরও ৩০ কিলোমিটার সাব-মার্সিবল সড়কসহ গ্রামীণ রাস্তা, সেতু-কালভার্ট বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। উল্লাপাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, এ উপজেলার সোনাতলায় করতোয়া নদীর ওপর শতকোটি টাকা ব্যয়ে একটি বড় সেতু, উল্লাপাড়া রেলগেটে রেলওয়ে ওভার পাস নির্মাণ শেষের পথে। একই সঙ্গে এ বিভাগের মাধ্যমে ৩২ কোটি টাকা ব্যয়ে উল্লাপাড়ার শ্যামলীপাড়া থেকে পাঙ্গাসীর বাংলাপাড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত তিন কিমি নতুন সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই সড়ক নির্মাণ শেষ হলে উল্লাপাড়া-চাটমোহর উপজেলার যোগাযোগ সহজ হবে। তাছাড়া উল্লাপাড়া-বেলকুচি ১৮ কিমি সড়ক সংস্কার শুরু হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংস্কার করা হয়েছে। এই সড়কে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বাইলেন। উল্লাপাড়া-বেলকুচি সড়কে নির্মিত হয়েছে বক্স কালভার্ট। প্রায় কোটি টাকা ব্যয়ে উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী-তাড়াশ সড়ক সংস্কার হয়েছে। মেরামত করা হয়েছে হাটিকুমরুল থেকে বগুড়া নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ি পর্যন্ত। জানা যায়, উল্লাপাড়া উপজেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈড় ও সুজা গ্রাম। দুর্গম এ গ্রামের মানুষ কৃষি ও গবাদিপশুর ওপর নির্ভরশীল। এ সময়ে রাস্তা খারাপ থাকায় কৃষকরা সার-বীজসহ মালামাল আনা নেওয়া করতে পারতেন না। গ্রামের ছেলে-মেয়েরা যেতে পারত না শহরের স্কুল-কলেজে। একই চিত্র ছিল উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিমি দূরের গজাইল, খোদ্দ গজাইল, চয়ড়া, ছোট তরফ বায়রা, ভায়রা, চা-লগাঁতী, আলীগ্রাম ও সেনগাঁতী গ্রামের। এসব গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মানুষ যুগের পর যুগ দুর্ভোগে ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব এলাকার ফসলের মাঠের বুক চিরে নির্মিত হয়েছে কংক্রিটের আধুনিক সাব-মার্সিবল (ডুবো) পাকা সড়ক। যা বন্যার পানিতে তলিয়ে থাকা। শুকনো মৌসুমে আবার যানবাহন ও মানুষে চলাচল করে। এতে দূর হয়েছে মানুষের ভোগান্তি। বদলে গেছে জীবনমান।
শিরোনাম
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
উন্নয়নে বদলে গেছে উল্লাপাড়া
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর