দীর্ঘ সময় আখের রস আগুনে জ্বাল দিয়ে তৈরি হয় সুস্বাদু লালি। কৃষি সমৃদ্ধ উপজেলা বিজয়নগরে এখন চলছে লালি গুড় তৈরির মৌসুম। এক সময় বিজয়নগরে প্রচুর পরিমাণে আখের চাষ হতো। অন্য ফসল চাষ অধিকতর লাভজনক হওয়ায় কৃষক আখ চাষে আগ্রহ কমিয়েছেন। চলতি মৌসুমে বিজয়নগর উপজেলায় ২৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭০০ মেট্রিক টন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শীত মৌসুমে মজাদার যেসব খাবার তৈরি হয় তার মধ্যে অন্যতম আখের রসে তৈরি লালি গুড়। এই লালি দিয়ে ঘরে ঘরে তৈরি পিঠা-পুলি শীতের খাদ্য তালিকা আরও সমৃদ্ধ করে। বিজয়নগরের লালির কদর রয়েছে দেশজুড়ে। নানা অঞ্চলে পাইকারদের মাধ্যমে বিক্রি হয় লালি। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি শীত মৌসুমে বিজয়নগরে প্রায় ৯০ মেট্রিক টন লালি বিক্রি হবে। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। উপজেলায় প্রতি শীত মৌসুমেই লালি তৈরি করে স্থানীয় কৃষক পরিবার। বছরের চার মাস লালি তৈরি করে বাড়তি টাকা আয় করেন তারা। লালি তৈরি করেন এমন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি আখের মৌসুম। এই সময় শীতের প্রকোপ বেশি হয়। ফলে চার মাস বিজয়নগর উপজেলায় উৎপাদিত আখ থেকে লালি তৈরি করেন স্থানীয়রা। উপজেলার অর্ধশতাধিক পরিবার আখের রস থেকে লালি তৈরির কাজ করেন। প্রতিদিন অন্তত ১ হাজার কেজি লালি তৈরি হয় এ অঞ্চলে। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন অঞ্চলে পাইকারদের মাধ্যমে বিপণন করা হয়। সরেজমিন বিষ্ণুপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, কৃষকরা বাড়ির আঙিনায় মহিষ ও গরু দিয়ে আখ মাড়াইয়ের কাজ করছেন। দিনভর আখ মাড়াইয়ের মাধ্যমে রস সংগ্রহের পর রাতে তা জ্বাল দেওয়া হয়। দুই ঘণ্টার বেশি সময় জ্বাল দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু লালি। বিষ্ণুপুর গ্রামের লালি তৈরির কারিগর ছিদ্দিক মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ১৫ হাজার টাকায় এক কানি জমির আখ কিনেছেন। এ আখ দিয়ে যে পরিমাণ লালি হবে, তা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে ২০-২৫ হাজার টাকা লাভ হবে। সাধন মিয়া নামে আরেক কারিগর বলেন, আগে বাজারে নিয়ে লালি বিক্রি করতে হতো। এখন পাইকাররা বাড়ি এসে লালি নিয়ে যান। প্রতি বছর শীতের সময় লালির ব্যবসা করে ভালো আয় হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আশা করছি এ মৌসুমে অন্তত ৭০ লাখ টাকার লালি বিক্রি হবে। আগে প্রচুর পরিমাণ লালি তৈরি হতো। বর্তমানে কৃষক আখ চাষ কমিয়ে দিয়েছেন। ফলে লালিও কম তৈরি হচ্ছে। কিছু কৃষক ঐতিহ্য হিসেবে আখ চাষ করছেন।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
বিজয়নগরের লালির কদর দেশজুড়ে
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর