মাঘ থেকে চৈত্র তিন মাস টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের গাছের পাতা ঝরে পড়ে। বর্তমানে ওই ঝরাপাতা কুড়িয়ে বিক্রি করে সংসার চালাচ্ছে বনাঞ্চলের প্রায় ৩ হাজার পরিবার। পাতা কুড়িয়ে নেওয়ায় বনে আগুন লাগার আশঙ্কা কমছে। একদিকে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট পরিবারগুলো পাচ্ছে অর্থনৈতিক সুবিধা। জানা যায়, জামালপুরের দক্ষিণাংশ, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং টাঙ্গাইল ও গাজীপুরের বনভূমি নিয়ে মধুপুর গড় অঞ্চল গঠিত। গড় অঞ্চলের উত্তরাংশ মধুপুর গড় ও দক্ষিণাংশ ভাওয়াল গড় হিসেবে পরিচিত। টাঙ্গাইল বন বিভাগের আওতায় নয়টি রেঞ্জে ৩৪টি বিট, তিনটি সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র এবং নয়টি সামাজিক বনায়ন কেন্দ্র রয়েছে। মধুপুর ও ঘাটাইল উপজেলার প্রাকৃতিক বনে সবচেয়ে বেশি শাল-গজারি ও সেগুন গাছ পাওয়া যায়। ষড়ঋতুর এ বদ্বীপে বঙ্গীয় মাঘ থেকে চৈত্র মাস এ অঞ্চলের আবহাওয়া এক প্রকার নাতিশীতোষ্ণ থাকে। শীতের পিঠা-পায়েসের পর বাঙালি হৃদয়ে বসন্ত দোলা দেয়। বনের গাছ-গাছালি পাতা ঝরিয়ে নবরূপে আত্মপ্রকাশ করে। ওই ঝরেপড়া পাতাই প্রায় ৩ হাজার পরিবারের খরচ মেটাচ্ছে। সরেজমিন মধুপুর গড়ের জয়নাগাছা, পীরগাছা, চুনিয়া, ফেকামারী, লুহুরিয়া, অরণখোলা, কামার চালাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিম্ন আয়ের মানুষ ভোর থেকে বিকাল পর্যন্ত শাল-গজারি গাছের ঝরাপাতা সংগ্রহ করছেন। ঘোড়ার গাড়ি ও ভটভটিতে খাঁচা তৈরি করে পাতা নিচ্ছেন। সংগ্রহ করা পাতা তারা আনারস চাষিদের কাছে প্রতি গাড়ি (৮-১০ মণ) ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছেন। মধুপুরের আনারস চাষি আবুল কালাম, মজিবুর রহমান, আবদুল লতিফ, রহমানসহ অনেকে জানান, আনারসের চারা লাগানোর পর মাটির আর্দ্রতা রক্ষা ও আগাছা গজানো রোধ করতে বনের ঝরাপাতা বিছিয়ে দেওয়া হয়। স্থানীয় দিনমজুররা ওই পাতা বন থেকে সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করেন। আকারভেদে প্রতি গাড়ি পাতা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হয়। মধুপুরের দোখলা রেঞ্জ অফিসার ইসমাইল হোসেন বলেন, বনের ঝরে পড়া পাতায় আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কাঠ চোরেরা বনের গাছ কেটে নিয়ে যায়। ঝরে পড়া পাতা সরিয়ে নিলে আগুন দিতে পারে না। তাই তারা স্থানীয়দের ঝরাপাতা সংগ্রহে উৎসাহ দেয়। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ঝরাপাতা বিক্রি করে কিছু মানুষের উপকার হচ্ছে। এটা বনে আগুন দেওয়াও নিরুৎসাহ করে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ঝরাপাতায় তাদের জীবন-জীবিকা
নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর