মাঘ থেকে চৈত্র তিন মাস টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের গাছের পাতা ঝরে পড়ে। বর্তমানে ওই ঝরাপাতা কুড়িয়ে বিক্রি করে সংসার চালাচ্ছে বনাঞ্চলের প্রায় ৩ হাজার পরিবার। পাতা কুড়িয়ে নেওয়ায় বনে আগুন লাগার আশঙ্কা কমছে। একদিকে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট পরিবারগুলো পাচ্ছে অর্থনৈতিক সুবিধা। জানা যায়, জামালপুরের দক্ষিণাংশ, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং টাঙ্গাইল ও গাজীপুরের বনভূমি নিয়ে মধুপুর গড় অঞ্চল গঠিত। গড় অঞ্চলের উত্তরাংশ মধুপুর গড় ও দক্ষিণাংশ ভাওয়াল গড় হিসেবে পরিচিত। টাঙ্গাইল বন বিভাগের আওতায় নয়টি রেঞ্জে ৩৪টি বিট, তিনটি সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র এবং নয়টি সামাজিক বনায়ন কেন্দ্র রয়েছে। মধুপুর ও ঘাটাইল উপজেলার প্রাকৃতিক বনে সবচেয়ে বেশি শাল-গজারি ও সেগুন গাছ পাওয়া যায়। ষড়ঋতুর এ বদ্বীপে বঙ্গীয় মাঘ থেকে চৈত্র মাস এ অঞ্চলের আবহাওয়া এক প্রকার নাতিশীতোষ্ণ থাকে। শীতের পিঠা-পায়েসের পর বাঙালি হৃদয়ে বসন্ত দোলা দেয়। বনের গাছ-গাছালি পাতা ঝরিয়ে নবরূপে আত্মপ্রকাশ করে। ওই ঝরেপড়া পাতাই প্রায় ৩ হাজার পরিবারের খরচ মেটাচ্ছে। সরেজমিন মধুপুর গড়ের জয়নাগাছা, পীরগাছা, চুনিয়া, ফেকামারী, লুহুরিয়া, অরণখোলা, কামার চালাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিম্ন আয়ের মানুষ ভোর থেকে বিকাল পর্যন্ত শাল-গজারি গাছের ঝরাপাতা সংগ্রহ করছেন। ঘোড়ার গাড়ি ও ভটভটিতে খাঁচা তৈরি করে পাতা নিচ্ছেন। সংগ্রহ করা পাতা তারা আনারস চাষিদের কাছে প্রতি গাড়ি (৮-১০ মণ) ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছেন। মধুপুরের আনারস চাষি আবুল কালাম, মজিবুর রহমান, আবদুল লতিফ, রহমানসহ অনেকে জানান, আনারসের চারা লাগানোর পর মাটির আর্দ্রতা রক্ষা ও আগাছা গজানো রোধ করতে বনের ঝরাপাতা বিছিয়ে দেওয়া হয়। স্থানীয় দিনমজুররা ওই পাতা বন থেকে সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করেন। আকারভেদে প্রতি গাড়ি পাতা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হয়। মধুপুরের দোখলা রেঞ্জ অফিসার ইসমাইল হোসেন বলেন, বনের ঝরে পড়া পাতায় আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কাঠ চোরেরা বনের গাছ কেটে নিয়ে যায়। ঝরে পড়া পাতা সরিয়ে নিলে আগুন দিতে পারে না। তাই তারা স্থানীয়দের ঝরাপাতা সংগ্রহে উৎসাহ দেয়। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ঝরাপাতা বিক্রি করে কিছু মানুষের উপকার হচ্ছে। এটা বনে আগুন দেওয়াও নিরুৎসাহ করে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা