শিরোনাম
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বন্ধ উপ-স্বাস্থ্যকেন্দ্র সেবাবঞ্চিত এলাকাবাসী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার স্ব-পাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ছয় মাস ধরে বন্ধ থাকায় কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ, করোনা মহামারী শুরুর পর থেকে এখানে কোনো ডাক্তার-নার্স আসেন না। চিকিৎসক দাবিতে স্থানীয়রা ইতিমধ্যে মানববন্ধনও করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করলেও প্রয়োজন পদক্ষেপ না নেওয়ায় এটি তালাবদ্ধ অবস্থায় আছে। জানা যায়, জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী হাসপাতাল ভবনটি কয়েক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরও ঝুঁকি নিয়ে ডাক্তাররা মাঝেমধ্যে সেবা দিয়েছেন বলে এলাকাবাসী জানান। গত ছয়মাস ধরে সেবা কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে। চারদিকে ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে। এ হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার কাজি কায়েদা খানম বলেন, কয়েকদিন হলো স্ব-পাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে আমার পোস্টিং হয়েছে। জরাজীর্ণ এ হাসপাতালে বসার পরিবেশ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, হাসপাতাল ভবনটি জীর্ণশীর্ণ।

 ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কোনো ডাক্তার ঝুঁকি নিয়ে বসতে চান না। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে। 

সর্বশেষ খবর