মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
কাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১ ফেরি

পারের অপেক্ষায় শত শত যানবাহন, ভোগান্তি

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

আগামীকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১টি ফেরি। গতকাল সকালে বাংলাদেশ প্রতিদিনের কাছে এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। তিনি বলেন, বর্তমানে এ নৌরুটে ১৮টি ফেরি রয়েছে। বুধবারের মধ্যেই আরও তিনটি ফেরি যুক্ত করা হবে। ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাধীনতা-পরবর্তী সময়ের এ বছর সর্বোচ্চসংখ্যক ফেরি চলাচল করবে। ঈদের পাঁচ দিন আগে থেকে অপচনশীল দ্রব্য বহনকারী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পণ্য ও কাঁচামালবাহী ট্রাক চলাচল করবে। সবকিছু মিলিয়ে ২১টি ফেরি চলাচল করলে যাত্রী ও চালকদের তেমন ভোগান্তি হবে না। ফেরিগুলোর মধ্যে কটি রো-রো ফেরি থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার ১২টি রো-রো ফেরি চলাচল করবে। এ ছাড়া সাতটি ইউটিলিটি, দুটি ড্রাম ফেরি চলাচল করবে। গতকাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। এ ছাড়া রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৮৪০টি ছোট বড় যানবাহন।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে ফেরির নাগাল পাওয়া যাচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপারের কারণে বাসযাত্রীদের ভোগান্তি কম হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়ায় ১৮টি ফেরি রয়েছে। বর্তমানে ১৬টি চলছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শাহজালাল মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে।

সর্বশেষ খবর