বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

পর্যটকশূন্য মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি

পর্যটকশূন্য মৌলভীবাজার

ঈদুল আজহার টানা ছুটিতে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি অটো ও বাস নিয়ে আসা পর্যটকের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো। তবে এবারের ঈদে সে দৃশ্য নেই। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বন্যার প্রভাবে পুরো সিলেট বিভাগ পর্যটকশূন্য। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী রূপ ধারণ করেছে। জেলার হোটেল-রিসোর্টের বেশির ভাগই ফাঁকা পড়ে আছে। সকল প্রকার প্রস্তুতি রেখেও কাক্সিক্ষত পর্যটক না আসায় মারাত্মক ক্ষতির মুখে পর্যটনসংশ্লিষ্টরা। এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার থেকে জানা যায়, ঈদের দিন (১০ জুলাই) মোট ২৩ হাজার ৫৫৩, ১১ জুলাই ৭৪ হাজার ৯৫৩, ১২ জুলাই বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৪৫ হাজার টাকা সরকারের রাজস্ব আদায় হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে ৬৫ শতাংশ কম। কভিড-১৯-এর কারণে তিন বছর ঈদের ছুটিতে পর্যটন স্পট বন্ধ থাকার পর এ বছর ঈদুল ফিতরে সম্পূর্ণ খোলা হলে দেখা মেলে পর্যাপ্ত পর্যটকের। তাই জেলার পর্যটন স্পটগুলো ঈদুল আজহার ছুটিতেও পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। পর্যটক ব্যবসায়ীরাও হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট প্রস্তুত রেখে ছিলেন। কিন্তু হোটেল-মোটেলে আশানুরূপ বুকিং হয়নি। প্রতিটি ঈদে যেখানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জের পর্যটন স্পটগুলো দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখরিত থাকত এবার তা স্মরণকালের ভয়াবহ ও দীর্ঘস্থায়ী বন্যায় লোকশূন্য। নেই কোথাও কোলাহল, অনেকটা নির্জীব জনশূন্য গোটা জেলার পর্যটন স্পটগুলো। বন্যা আতঙ্কে মানুষ সিলেটের দিকে আসতে চাচ্ছে না। জেলার বিভিন্ন উপজেলায় টিলাঘেরা সবুজ চা বাগান, খাসিয়া পল্লী, দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর, দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুন্ড, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, ছায়ানিবিড় পরিবেশে অবস্থিত নয়নাভিরাম মাধবপুর লেক, ঝর্ণাধারা হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শিল্পকলাসমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা, শ্রীমঙ্গলের নীলকণ্ঠের সাত রঙের চা, আন্তর্জাতিক মানের হোটেল গ্র্যান্ড সুলতান, চা গবেষণা কেন্দ্র, কুলাউড়ার ঐতিহ্যবাহী নবাববাড়ি, মুরইছড়া ইকো পার্ক, গগন ঠিলা, দোলনচাঁপা ইকো পার্ক, মৌলভীবাজার সদরের বর্ষিজোড়া ইকো পার্ক, মুন ব্যারাজ, রাজনগরের কমলারানীর দিঘি এবং বিভিন্ন চা বাগানের জীবনধারা, সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদ যে কোনো পর্যটকের মন ও দৃষ্টি কেড়ে নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর