বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হিলিতে আটকা ৮৫ ট্রাক চাল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে আটকা ৮৫ ট্রাক চাল

হিলি স্থলবন্দরে ত্রিপল দিয়ে ঢেকে রাখা চালবোঝাই ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করে বর্তমানে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। আমদানি শুল্ক ছাড়ের আশায় বন্দর থেকে চাল খালাস করছেন না তারা। বন্দরের অভ্যন্তরে ৮৫টি চাল বোঝাই ট্রাক আটকা রয়েছে। ট্রাক থেকে না নামানোয় বিপাকে পড়েছেন চালকরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, চালের আমদানি শুল্ক কমানোয় ও আমদানির অনুমতি পাওয়ায় আমরা এলসি খুলেছি এবং ভারত থেকে চাল আমদানি করছি। কিন্তু শুল্ক কমানো ও আমদানির অনুমতি দেওয়ার খবরে ভারতের বাজারে চালের দাম বেড়েছে। তাদের ডলারের রেট বাড়ায় চাল আমদানি করে আমাদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। ফলে আমদানিকারকরা বন্দর থেকে চাল খালাস করছেন না। আমরা আশায় আছি সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে। চালের ওপর আরোপিত ২৫ ভাগ শুল্ক প্রত্যাহার করলে আমদানিকারকরা যেমন লোকসান থেকে বাঁচবেন তেমনি বন্দর থেকে চাল খালাস হবে। এতে বাজারে চালের সররবাহ বাড়ায় দাম কমবে বলেও জানান তিনি। হিলি বন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি অব্যাহত রেখেছেন। তবে সম্প্রতি চাল খালাস কিছুটা কমিয়ে দিয়েছেন। এর মূল কারণ, তারা শুনেছে সরকার চালের আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে। হিলি বাজারের চাল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, বন্দরে চাল আটকা থাকার সুযোগে দেশীয় মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছেন। চাল নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক গোলাম রাব্বানি বলেন, হিলি বন্দরে এসেছি ১৭ দিন হয়ে গেল। এখন পর্যন্ত ট্রাক থেকে চাল খালি হয়নি। আমরা যে খাবার নিয়ে আসছিলাম তা শেষ হয়ে গেছে। এখন সঙ্গে টাকা-পয়সাও নেই। খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর