হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকটি যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও প্রতিনিয়ত ময়লা, মেডিকেল বর্জ্য ও খাবারের উচ্ছিষ্টসহ যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে ফটকটির সামনে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর এতে চরম দুর্ভোগে পড়ছেন জেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ তাদের স্বজনরা। এ ছাড়াও বিপাকে পড়েছেন হাসপাতাল এলাকার ব্যবসায়ীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত এসব ময়লা অপসারণ করা হবে। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত স্টাফ ও আয়ারা ড্রামভর্তি ময়লা- আবর্জনা হাসপাতালের একেবারে প্রধান ফটকের কাছে রেখে যাচ্ছেন। এ ছাড়াও রোগী ও তাদের স্বজনরাও নিজেদের উচ্ছিষ্ট ময়লা ব্যাগভর্তি করে সেখানে ফেলছেন। গত কয়েক দিনে ফটকটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অনেককে আবার প্রধান ফটকের সামনে এলেই নাক টিপে হেঁটে যেতে দেখা গেছে। যে কারণে সাধারণ রোগীরা বলছেন, রোগ সারাতে এসে ভালো মানুষও এখানে রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা রফিক আহমেদ জানান, হাসপাতালের প্রধান ফটক দিয়ে শুধু রোগী ও তাদের স্বজনরাই আসা-যাওয়া করেন না এখানে অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গলবহুলাসহ আশপাশের কয়েকটি পাড়ার মানুষ যাতায়াত করেন। তিনি বলেন, গত কয়েক দিনের ময়লা-আবর্জনা এখন স্তূপ হয়ে গেছে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। দ্রুত যদি এসব ময়লা অপসারণ করা না হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আরও বাড়বে। চিকিৎসা নিতে আসা রোগী ফজল মিয়া জানান, মূলত হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এখানে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। তারা যদি সঠিকভাবে মনিটরিং করতেন তাহলে এমনটা হতো না। ব্যবসায়ী রুবেল আহমেদ জানান, এটা জেলা সদর হাসপাতাল। এ হাসপাতালের সামনে এমন ময়লার ভাগাড় চিন্তাই করা যায় না। ময়লার কারণে ফটকটির সামনে কেউ এক মিনিটও দাঁড়াতে চায় না। এ ছাড়াও দুর্গন্ধের কারণে আমরা ব্যবসায়ীরাও ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছি না। কিছুক্ষণ পর পরই বাতাসে দুর্গন্ধ আসছে। আমরা চাই হাসপাতাল কর্তৃপক্ষ যেন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত এসব ময়লা অপসারণ করা হবে।
শিরোনাম
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সদর হাসপাতালের প্রধান ফটকে ময়লার ভাগাড়
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর