বৈরী আবহাওয়া, ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ এলাকার ৫০ হাজার পরিবারের। বাপ-দাদার ভিটেমাটির মায়ায় এসব পরিবার বাঁধের ঢালে বসবাস করেছেন দীর্ঘদিন ধরে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পর্যায়ক্রমে উপজেলার প্রায় ১০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে। বিভিন্ন এলাকায় এখনো ১৩ কিলোমিটার বাঁধ সংস্কার না হওয়ায় প্রায় ১ লাখ পরিবারের ৩ লাখ সদস্য ঝুঁকিতে রয়েছেন। তেঁতুলিয়া নদীরপাড়ের বসতি পাল্টানো বাসিন্দা কামাল মাঝি (৬৫)। তিনি সাক্ষী হয়েছেন অনেক ভাঙাগড়ার দৃশ্যপটের। তেঁতুলিয়ার ভাঙনের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘খড়-কুটোর ঘর, গবাদি পশু, চাষের জমি, এমনকি পরিবার ও জীবনসহ সবকিছু বিপদের মুখে রেখে বসবাস করতে হয় নদীরতীরের মানুষদের। ঝড়-বন্যা আর ভাঙন আমাদের নিত্যসঙ্গী। ভাঙনে ধরা গ্রামের মানুষগুলোর বারবার বসত পাল্টাতে হয়। এমনিতেই গরিব, তার ওপর বসতভিটা, চাষের জমি হারিয়ে যায় নদীভাঙনে। এখন কোনোভাবে ঝুপড়ি ঘরে বসবাস করছি পাউবোর বাঁধের পাশে। মেঘনাপাড়ের নুরুল্লাহ মাঝি (৫৫) জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তিন একর জমির ওপর বাপ-দাদার বাড়ি ছিল। মেঘনার ভাঙনে সব হারিয়ে এখন সর্বস্বান্ত। বাড়ির সবাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বারবার ভাঙনে সর্বস্বান্ত হয়ে এখন জমি কেনার সামর্থ্য নেই। তিনি বসবাস করছেন অন্যের জমিতে। ভোলা পাউবো, ডিভিশন-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘এ উপজেলায় নদীভাঙন রোধে মেঘনা ও তেঁতুলিয়ার তীর রক্ষায় প্রায় ৮৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। কুকুরি-মুকরি ও মুজিবনগরে ২০ কিলোমিটারের কাজ চলমান। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় প্রায় ১৩ কিলোমিটার বাঁধ সংস্কারের অভাবে অরক্ষিত রয়েছে। এসব বাঁধ মেরামতে বরাদ্দের প্রক্রিয়া চলছে। বরাদ্দ পেলে বর্ষা শেষে ওইসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে বাঁধ সংস্কার করা হবে। চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনের দুই তৃতীয়াংশ এলাকায় বেড়িবাঁধ দিয়ে ইতোমধ্যে ভাঙন প্রতিরোধ করেছেন। ভাঙনকবলিত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
চরফ্যাশনে ১ লাখ পরিবার নদী ভাঙনের কবলে
সংস্কার হয়নি ১৩ কিলোমিটার বাঁধ
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর