বৈরী আবহাওয়া, ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ এলাকার ৫০ হাজার পরিবারের। বাপ-দাদার ভিটেমাটির মায়ায় এসব পরিবার বাঁধের ঢালে বসবাস করেছেন দীর্ঘদিন ধরে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পর্যায়ক্রমে উপজেলার প্রায় ১০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে। বিভিন্ন এলাকায় এখনো ১৩ কিলোমিটার বাঁধ সংস্কার না হওয়ায় প্রায় ১ লাখ পরিবারের ৩ লাখ সদস্য ঝুঁকিতে রয়েছেন। তেঁতুলিয়া নদীরপাড়ের বসতি পাল্টানো বাসিন্দা কামাল মাঝি (৬৫)। তিনি সাক্ষী হয়েছেন অনেক ভাঙাগড়ার দৃশ্যপটের। তেঁতুলিয়ার ভাঙনের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘খড়-কুটোর ঘর, গবাদি পশু, চাষের জমি, এমনকি পরিবার ও জীবনসহ সবকিছু বিপদের মুখে রেখে বসবাস করতে হয় নদীরতীরের মানুষদের। ঝড়-বন্যা আর ভাঙন আমাদের নিত্যসঙ্গী। ভাঙনে ধরা গ্রামের মানুষগুলোর বারবার বসত পাল্টাতে হয়। এমনিতেই গরিব, তার ওপর বসতভিটা, চাষের জমি হারিয়ে যায় নদীভাঙনে। এখন কোনোভাবে ঝুপড়ি ঘরে বসবাস করছি পাউবোর বাঁধের পাশে। মেঘনাপাড়ের নুরুল্লাহ মাঝি (৫৫) জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তিন একর জমির ওপর বাপ-দাদার বাড়ি ছিল। মেঘনার ভাঙনে সব হারিয়ে এখন সর্বস্বান্ত। বাড়ির সবাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বারবার ভাঙনে সর্বস্বান্ত হয়ে এখন জমি কেনার সামর্থ্য নেই। তিনি বসবাস করছেন অন্যের জমিতে। ভোলা পাউবো, ডিভিশন-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘এ উপজেলায় নদীভাঙন রোধে মেঘনা ও তেঁতুলিয়ার তীর রক্ষায় প্রায় ৮৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। কুকুরি-মুকরি ও মুজিবনগরে ২০ কিলোমিটারের কাজ চলমান। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় প্রায় ১৩ কিলোমিটার বাঁধ সংস্কারের অভাবে অরক্ষিত রয়েছে। এসব বাঁধ মেরামতে বরাদ্দের প্রক্রিয়া চলছে। বরাদ্দ পেলে বর্ষা শেষে ওইসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে বাঁধ সংস্কার করা হবে। চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনের দুই তৃতীয়াংশ এলাকায় বেড়িবাঁধ দিয়ে ইতোমধ্যে ভাঙন প্রতিরোধ করেছেন। ভাঙনকবলিত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
চরফ্যাশনে ১ লাখ পরিবার নদী ভাঙনের কবলে
সংস্কার হয়নি ১৩ কিলোমিটার বাঁধ
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর