বৈরী আবহাওয়া, ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ এলাকার ৫০ হাজার পরিবারের। বাপ-দাদার ভিটেমাটির মায়ায় এসব পরিবার বাঁধের ঢালে বসবাস করেছেন দীর্ঘদিন ধরে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পর্যায়ক্রমে উপজেলার প্রায় ১০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে। বিভিন্ন এলাকায় এখনো ১৩ কিলোমিটার বাঁধ সংস্কার না হওয়ায় প্রায় ১ লাখ পরিবারের ৩ লাখ সদস্য ঝুঁকিতে রয়েছেন। তেঁতুলিয়া নদীরপাড়ের বসতি পাল্টানো বাসিন্দা কামাল মাঝি (৬৫)। তিনি সাক্ষী হয়েছেন অনেক ভাঙাগড়ার দৃশ্যপটের। তেঁতুলিয়ার ভাঙনের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘খড়-কুটোর ঘর, গবাদি পশু, চাষের জমি, এমনকি পরিবার ও জীবনসহ সবকিছু বিপদের মুখে রেখে বসবাস করতে হয় নদীরতীরের মানুষদের। ঝড়-বন্যা আর ভাঙন আমাদের নিত্যসঙ্গী। ভাঙনে ধরা গ্রামের মানুষগুলোর বারবার বসত পাল্টাতে হয়। এমনিতেই গরিব, তার ওপর বসতভিটা, চাষের জমি হারিয়ে যায় নদীভাঙনে। এখন কোনোভাবে ঝুপড়ি ঘরে বসবাস করছি পাউবোর বাঁধের পাশে। মেঘনাপাড়ের নুরুল্লাহ মাঝি (৫৫) জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তিন একর জমির ওপর বাপ-দাদার বাড়ি ছিল। মেঘনার ভাঙনে সব হারিয়ে এখন সর্বস্বান্ত। বাড়ির সবাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বারবার ভাঙনে সর্বস্বান্ত হয়ে এখন জমি কেনার সামর্থ্য নেই। তিনি বসবাস করছেন অন্যের জমিতে। ভোলা পাউবো, ডিভিশন-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘এ উপজেলায় নদীভাঙন রোধে মেঘনা ও তেঁতুলিয়ার তীর রক্ষায় প্রায় ৮৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। কুকুরি-মুকরি ও মুজিবনগরে ২০ কিলোমিটারের কাজ চলমান। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় প্রায় ১৩ কিলোমিটার বাঁধ সংস্কারের অভাবে অরক্ষিত রয়েছে। এসব বাঁধ মেরামতে বরাদ্দের প্রক্রিয়া চলছে। বরাদ্দ পেলে বর্ষা শেষে ওইসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে বাঁধ সংস্কার করা হবে। চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনের দুই তৃতীয়াংশ এলাকায় বেড়িবাঁধ দিয়ে ইতোমধ্যে ভাঙন প্রতিরোধ করেছেন। ভাঙনকবলিত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
চরফ্যাশনে ১ লাখ পরিবার নদী ভাঙনের কবলে
সংস্কার হয়নি ১৩ কিলোমিটার বাঁধ
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর