রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবি

কালিয়াকৈর প্রতিনিধি

চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবি

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল করেছে গরিব অসহায় অটোরিকশা চালকরা। তাদের হাত থেকে রেহায় পাননি প্রতিবন্ধী অটোরিকশা চালকও। এতে সংসার চালানো ঝুঁকিতে পড়েন গরিব অসহায় চালকরা। এর প্রতিবাদে অটোরিকশা বন্ধ রেখে শনিবার সকালে প্রতিবাদ সমাবেশ করেছে চালকরা। এলাকাবাসী ও প্রতিবাদ সমাবেশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-সিনাবহ আঞ্চলিক সড়কে প্রায় দুই শতাধিক অটোরিকশা চলাচল করে। অল্প কিছু অটোরিকশা মালিকানাধিন থাকলেও বেশির ভাগই ভাড়া নিয়ে চালান চালকরা। যারা অটোরিকশা চালান, তারা সবাই গরিব অসহায় পরিবারের মানুষ। এদের মধ্যে কেউ কেউ আবার প্রতিবন্ধীও। জীবনযুদ্ধে কোনো রকম বেঁচে থাকার জন্য হাতে তুলে নিয়েছেন অটোরিকশার হ্যান্ডেল। সেখানেও নজর পড়েছে শকুনের। ওই শকুনের  হাত থেকে প্রতিবন্ধীসহ গরিব অসহায় অটোরিকশা চালকরা।

সর্বশেষ খবর