শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলছেই

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশা, লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব যানবাহনের বেশির ভাগ চালকই অনভিজ্ঞ ও কম বয়সী। অনেকের নেই ড্রাইভিং লাইসেন্স। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছেন সাধারণ যাত্রীরা। সৃষ্টি হচ্ছে যানজট। যাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাইপাস থেকে সূত্রাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করা যায়নি নিষিদ্ধ তিন চাকার যানবাহন। আবার অনেক স্থানে উল্টো পথে দাপটের সঙ্গে এসব যান চলতে দেখা গেছে। কোনোটির নেই ফিটনেস সার্টিফিকেট। কোনোটির নেই সড়কে চলাচলের কাগজপত্র। অভিযোগ রয়েছে, পুলিশের লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় দিনের পর দিন চলছে নিষিদ্ধ এসব যান। প্রতিবাদ করলে নানাভাবে লাঞ্ছিত হতে হয় বলে অভিযোগ যাত্রীদের। ব্যাটারিচালিত অটোরিকশাচালক মুনছের আলী জানান, এই মহাসড়কে প্রায় ২০০ অটোরিকশা চলাচল করে। মহাসড়কে এসব গাড়ি চালাতে হলে প্রতি মসে ১ হাজার টাকা ও প্রতিদিন ৩০-৩৫ টাকা দিতে হয়। টাকা না দিলে গাড়ি বন্ধ করে দেওয়া হয়। সিএনজিচালক রাশেদ মিয়া জানান, পুলিশকে টাকা না দিলে পাম্প থেকে গ্যাস আনা যায় না। সবার সঙ্গে মিলে গাড়ি চালাতে হয়।

সর্বশেষ খবর