শীতের শুরুতেই উত্তরের জেলা পাবনায় বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়াসহ শীতজনিত রোগ। প্রতিদিন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধাসহ অর্ধশত রোগী। চিকিৎসক সংকটের মধ্যে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র জানায়, পাবনা জেনারেল হাসপাতালে ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। শিশু ওয়ার্ডে ৩৮ বেডের বিপরিতে রোগী ভর্তি আছে ১৪৫ জন। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরে অবস্থান করছেন রোগী ও তাদের স্বজনরা। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা সোহেল রানা জানান, প্রতিদিনই ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০-৬০ জন ভর্তি হচ্ছেন। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। তিনি বলেন, সদর হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০। রোগী ভর্তি আছেন ৪০০-৪৫০ জন। সরেজমিন দেখা যায়, শয্যা না থাকায় অধিকাংশ রোগীর জায়গা হয়েছে বারান্দা অথবা করিডোরে। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীরা ১০-১২ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তাদের জন্য শয্যা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ডে ছোট একটি বারান্দায় রোগী ও স্বজনরা গাদাগাদি করে অবস্থান করছেন। এলাকা থেকে চিকিৎসা নিতে আসা লোকজন বিপাকে পড়ছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে শুধু বিনা পয়সায় নার্সদের সেবা ছাড়া সবই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে কিছু সরবরাহ করা হচ্ছে না। বাথরুমগুলো ব্যবহার করার মতো নয়। সব সময় অপরিষ্কার থাকে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত নার্স মাসুদা জানান, ডায়রিয়া রোগীদের জন্য বর্তমানে কলেরা স্যালাইনের সরবরাহ বন্ধ রয়েছে। শুধু মুখে খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। ফলে চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থাপত্র দিচ্ছেন রোগীর স্বজনরা বাইর থেকে সে ওষুধ কিনে আনছেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্যালাইনের চাহিদাপত্র পাঠানো হয়েছিল, তা ইতোমধ্যে চলেও এসেছে। তবে হাসপাতালের শষ্যা সংখ্যা অনুযায়ী চিকিৎসক সংকট রয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে নানা সংকট দীর্ঘ দিনের। তার পরও সাধ্যমতো চেষ্টা করছি ভালো সেবা নিশ্চিত করতে।
শিরোনাম
- শাপলা কলি নিতে চাই: পাটোয়ারী
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
- বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে
- জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে : গয়েশ্বর
- খাগড়াছড়িতে বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ
- বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ১
- সিরাজগঞ্জে ৮ হাজারেরও বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ২৬ টাকা
- এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
- ঢাকায় প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭
- 'গাড়ি চালানো শেখার আগে, হর্ন দেওয়া শিখতে হবে'
- স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা
- বিমানবন্দরে হাম রোগী, যাত্রীদের মধ্যে আতঙ্ক
- সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- একদল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : নাহিদ
- ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
- বালিয়াকান্দি থানার সাবেক ওসিকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
বেড়েছে শীতজনিত রোগী হাসপাতালে শয্যা সংকট
রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর