শীতের শুরুতেই উত্তরের জেলা পাবনায় বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়াসহ শীতজনিত রোগ। প্রতিদিন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধাসহ অর্ধশত রোগী। চিকিৎসক সংকটের মধ্যে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র জানায়, পাবনা জেনারেল হাসপাতালে ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। শিশু ওয়ার্ডে ৩৮ বেডের বিপরিতে রোগী ভর্তি আছে ১৪৫ জন। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরে অবস্থান করছেন রোগী ও তাদের স্বজনরা। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা সোহেল রানা জানান, প্রতিদিনই ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০-৬০ জন ভর্তি হচ্ছেন। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। তিনি বলেন, সদর হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০। রোগী ভর্তি আছেন ৪০০-৪৫০ জন। সরেজমিন দেখা যায়, শয্যা না থাকায় অধিকাংশ রোগীর জায়গা হয়েছে বারান্দা অথবা করিডোরে। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীরা ১০-১২ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তাদের জন্য শয্যা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ডে ছোট একটি বারান্দায় রোগী ও স্বজনরা গাদাগাদি করে অবস্থান করছেন। এলাকা থেকে চিকিৎসা নিতে আসা লোকজন বিপাকে পড়ছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে শুধু বিনা পয়সায় নার্সদের সেবা ছাড়া সবই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে কিছু সরবরাহ করা হচ্ছে না। বাথরুমগুলো ব্যবহার করার মতো নয়। সব সময় অপরিষ্কার থাকে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত নার্স মাসুদা জানান, ডায়রিয়া রোগীদের জন্য বর্তমানে কলেরা স্যালাইনের সরবরাহ বন্ধ রয়েছে। শুধু মুখে খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। ফলে চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থাপত্র দিচ্ছেন রোগীর স্বজনরা বাইর থেকে সে ওষুধ কিনে আনছেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্যালাইনের চাহিদাপত্র পাঠানো হয়েছিল, তা ইতোমধ্যে চলেও এসেছে। তবে হাসপাতালের শষ্যা সংখ্যা অনুযায়ী চিকিৎসক সংকট রয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে নানা সংকট দীর্ঘ দিনের। তার পরও সাধ্যমতো চেষ্টা করছি ভালো সেবা নিশ্চিত করতে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
বেড়েছে শীতজনিত রোগী হাসপাতালে শয্যা সংকট
রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর