শীতের শুরুতেই উত্তরের জেলা পাবনায় বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়াসহ শীতজনিত রোগ। প্রতিদিন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধাসহ অর্ধশত রোগী। চিকিৎসক সংকটের মধ্যে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র জানায়, পাবনা জেনারেল হাসপাতালে ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। শিশু ওয়ার্ডে ৩৮ বেডের বিপরিতে রোগী ভর্তি আছে ১৪৫ জন। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরে অবস্থান করছেন রোগী ও তাদের স্বজনরা। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা সোহেল রানা জানান, প্রতিদিনই ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০-৬০ জন ভর্তি হচ্ছেন। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। তিনি বলেন, সদর হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০। রোগী ভর্তি আছেন ৪০০-৪৫০ জন। সরেজমিন দেখা যায়, শয্যা না থাকায় অধিকাংশ রোগীর জায়গা হয়েছে বারান্দা অথবা করিডোরে। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীরা ১০-১২ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তাদের জন্য শয্যা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ডে ছোট একটি বারান্দায় রোগী ও স্বজনরা গাদাগাদি করে অবস্থান করছেন। এলাকা থেকে চিকিৎসা নিতে আসা লোকজন বিপাকে পড়ছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে শুধু বিনা পয়সায় নার্সদের সেবা ছাড়া সবই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে কিছু সরবরাহ করা হচ্ছে না। বাথরুমগুলো ব্যবহার করার মতো নয়। সব সময় অপরিষ্কার থাকে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত নার্স মাসুদা জানান, ডায়রিয়া রোগীদের জন্য বর্তমানে কলেরা স্যালাইনের সরবরাহ বন্ধ রয়েছে। শুধু মুখে খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। ফলে চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থাপত্র দিচ্ছেন রোগীর স্বজনরা বাইর থেকে সে ওষুধ কিনে আনছেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্যালাইনের চাহিদাপত্র পাঠানো হয়েছিল, তা ইতোমধ্যে চলেও এসেছে। তবে হাসপাতালের শষ্যা সংখ্যা অনুযায়ী চিকিৎসক সংকট রয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে নানা সংকট দীর্ঘ দিনের। তার পরও সাধ্যমতো চেষ্টা করছি ভালো সেবা নিশ্চিত করতে।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
বেড়েছে শীতজনিত রোগী হাসপাতালে শয্যা সংকট
রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর