শীতের শুরুতেই উত্তরের জেলা পাবনায় বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়াসহ শীতজনিত রোগ। প্রতিদিন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধাসহ অর্ধশত রোগী। চিকিৎসক সংকটের মধ্যে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র জানায়, পাবনা জেনারেল হাসপাতালে ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। শিশু ওয়ার্ডে ৩৮ বেডের বিপরিতে রোগী ভর্তি আছে ১৪৫ জন। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরে অবস্থান করছেন রোগী ও তাদের স্বজনরা। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা সোহেল রানা জানান, প্রতিদিনই ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০-৬০ জন ভর্তি হচ্ছেন। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। তিনি বলেন, সদর হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০। রোগী ভর্তি আছেন ৪০০-৪৫০ জন। সরেজমিন দেখা যায়, শয্যা না থাকায় অধিকাংশ রোগীর জায়গা হয়েছে বারান্দা অথবা করিডোরে। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীরা ১০-১২ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তাদের জন্য শয্যা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ডে ছোট একটি বারান্দায় রোগী ও স্বজনরা গাদাগাদি করে অবস্থান করছেন। এলাকা থেকে চিকিৎসা নিতে আসা লোকজন বিপাকে পড়ছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে শুধু বিনা পয়সায় নার্সদের সেবা ছাড়া সবই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে কিছু সরবরাহ করা হচ্ছে না। বাথরুমগুলো ব্যবহার করার মতো নয়। সব সময় অপরিষ্কার থাকে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত নার্স মাসুদা জানান, ডায়রিয়া রোগীদের জন্য বর্তমানে কলেরা স্যালাইনের সরবরাহ বন্ধ রয়েছে। শুধু মুখে খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। ফলে চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থাপত্র দিচ্ছেন রোগীর স্বজনরা বাইর থেকে সে ওষুধ কিনে আনছেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্যালাইনের চাহিদাপত্র পাঠানো হয়েছিল, তা ইতোমধ্যে চলেও এসেছে। তবে হাসপাতালের শষ্যা সংখ্যা অনুযায়ী চিকিৎসক সংকট রয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে নানা সংকট দীর্ঘ দিনের। তার পরও সাধ্যমতো চেষ্টা করছি ভালো সেবা নিশ্চিত করতে।
শিরোনাম
- শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুই কিশোরের লাশ উদ্ধার
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- মালির সঙ্গে উত্তেজনায় দুই কূটনীতিককে ফ্রান্স ছাড়ার নির্দেশ
- নারীদের লেখা ‘শরিয়াবিরোধী’ ১৪০ বইয়ে নিষেধাজ্ঞা তালেবানের
- প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
বেড়েছে শীতজনিত রোগী হাসপাতালে শয্যা সংকট
রোগীর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন
১৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম