চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এমআরএর কোনো অনুমতি ছাড়াই গ্রাহকের কাছ থেকে টাকা আমানত নিয়ে উধাও হয়েছে সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও। ওই এনজিওর কর্মীরা গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর শাখা ব্যবস্থাপক আবু সায়েম প্রায় ৫৯ লাখ টাকা ও কর্মী শামীম রেজা ৪৩ লাখ টাকা, শ্যামপুর শাখার কর্মী মো. নয়ন আলী ১৫ লাখ টাকা ও ছত্রাজিতপুর শাখা ব্যবস্থাপক আবদুল খালেক ৮০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এ ছাড়াও আরও কয়েকজন কর্মী প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেলেও তাদের এখনো কোনো সন্ধান মেলেনি। তারপরও ওই এনজিও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিনোদপুর শাখার গ্রাহক মোসাঃ শামিমা আক্তার অভিযোগ করে বলেন, তার এফডিআরের জমাকৃত সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করতে গেলে সমাজ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন টাকা না দিয়ে উল্টো তার সঙ্গে অসদাচরণ করে। তবে শুধু শামিমা আক্তারই নয়, মো. আলম আলীর ১০ লাখ টাকা, মোসাঃ নাজমা বেগমের ১ লাখ ৫০ হাজার টাকা, মোসাঃ সুমি বেগমের ২ লাখ ৫০ হাজার টাকা, বেনজির আহম্মেদের ৩ লাখ টাকাসহ অর্ধশতাধিক গ্রাহকের এফডিআরের লাখ লাখ টাকা নিয়ে ফেরত না দিয়ে টালবাহানা করছেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে গত বৃহস্পতিবার দাদনচক শাখায় ২০/২৫জন গ্রাহক এফডিআরের টাকা উত্তোলনের জন্য গেলে তাদের টাকা না দিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা ফেরত না দিয়েই বিদায় করে দেন। এ ব্যাপারে সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা শুনে বলেন, এখন ব্যস্ত আছি পরে ফোন দিয়ে কথা বলছি। কিন্তু পরবর্তীতে তিনি ফোন দেননি এমনকি তাকে ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম জানান, সবগুলো এনজিও সংস্থা সমাজ সেবা অধিদফতরের নিবন্ধিত নয়। কিছু কিছু এনজিও সংস্থা সমাজ সেবা থেকে নিবন্ধিত। তবে এনজিও সংস্থার আরএমএ’র কোন অনুমদোন না থাকায় তারা ঋণ দানসহ এফডিআর জমা নিতে পারেন না। তাই তিনি এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে গত বৃহস্পতিবার এনজিওর পরিচালক মাসুদ রানাকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বেলা ১১টার দিকে চৌডালা ব্রিজের টোলঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাসুদ রানা তার অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা