রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পপি খাতুন (৩১) নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা মামলায় তার স্বামী মোহাইমেনুল ইসলামকে গতকাল গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পপি খাতুন নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আবদুল জলিলের মেয়ে। গ্রেফতার মোহাইমেনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালে পপির সঙ্গে মোহাইমেনুল ইসলামের বিয়ে হয়। তাদের দুটি কন্য সন্তান আছে। মোহাইমেনুল তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করায় গত ১৮ নভেম্বর পপি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর