পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম (২৫) নামে পর্যটকের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে হোটেল ঝিলিকের ২০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজান্তা ও সুজন স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটায় ওই হোটেলে ওঠেন। পরে গতকাল দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাদের বাইরে থেকে ডাকাডাকি করার পর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে ওই কক্ষের তালা ভেঙে অজান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্বামী পরিচয় দেওয়া সুজনের বাড়ি পটুয়াখালীর বাউফল সদরে বলে হোটেল রেজিস্টারে উল্লেখ রয়েছে। মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।