সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পাবনায় ট্রেনের নিচে গৃহবধূর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি

পাবনায় ট্রেনে কাটা পড়ে শিল্পী খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সকালে ঈশ্বরদী-ঢাকা রেললাইনের  ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় শিল্পী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। শিল্পী খাতুন পাবনা সদর উপজেলার বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের আবদুর রশিদ দেওয়ানের মেয়ে। মুলাডুলি এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন বলেন, এক নারীর লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। ওই নারী শরীরে ট্রেনের আঘাত রয়েছে, হয়তো ট্রেনের নিচে স্বেচ্ছায় পড়ে তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। নিহতের স্বজনরা একই অভিমত ব্যক্ত করেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানান, শনিবার রাতে শিল্পী খাতুনের স্বামী জনি প্রামাণিক মোবাইল ফোনে আমাদের বাড়িতে জানান শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল ৭টার দিকে শুনতে পাই তার লাশ রেললাইনের পাশে পড়ে আছে। পরে জানতে পেরেছি শিল্পীকে তার স্বামী মারধর করেছে। সে জন্য রাগে-ক্ষোভে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে স্বামীর ওপর অভিমান করে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার এসআই আবদুল মতিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত শিল্পী খাতুন রাতের যে কোনো সময় ঢাকা-ঈশ্বরদী লাইনে চলাচলকারী ট্রেনে আত্মহত্যা করেছেন। ট্রেনের ধাক্কায় সে লাইনের পাশে পড়ে যায়। শিল্পীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর