বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্মীয় অনুষ্ঠানের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম ওলামা ও এলাকাবাসী। গতকাল দুপুরে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামে কথিত আহাম্মদ কবিরাজের মাজারে সপ্তাহব্যাপী ওরসের নামে মেলা, জুয়ার আসর, মাদকের আড্ডাসহ নানা অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। এ মেলা চললে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে আগামী ২৩ ডিসেম্বর থেকে ওরস ও মেলা চালু করার ঘোষণা দিয়েছে। এ কারণে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ। মাওলানা আবদুল বাছির সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবদুল কাইয়ুম মামুন, মাওলানা সাইয়েদ সিরাজুল হুদা, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা আবুল কালাম ফারুকী প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। তবে ওরস কমিটির সভাপতি ও পুমদী ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম ও মাজারের খাদেম মো. আজিজুল ইসলাম এসব অভিযোগ  সত্য নয়।

 

সর্বশেষ খবর