সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। এদিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বর্তমানে কুয়াশা বাড়ার কারণে সকালে অনেকে ঘর থেকে বের হচ্ছে না। ফলে সকালে ও রাতে যাত্রী তেমন না পাওয়ায় রিকশা চলাচল কম করছে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ও শিশুরা সর্দি-কশি, ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুরুন্নাহার নাসু জানান, শীত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

 

সর্বশেষ খবর