শীত মৌসুমে লোভনীয় খাবার খেজুরের গুড়। সেই গুড়ে নেই খেজুরের রস, নেই আসল সুবাস। অসাধু ব্যবসায়ীরা গোপনে কিংবা কৌশলে চিনি, ঝোল গুড়, রং, চুনা ও সোডা মিশিয়ে তৈরি করে খুচরা বাজারে বিক্রি করছে। স্বাস্থ্যঝুঁকি এসব খাবার খেয়ে অনেকেই বিভিন্ন রোগে ভুগছেন। তৈরি করা এসব কারখানার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় এর ভয়াবহতা বেড়েই চলছে। সরেজমিন ঘুরে জানা যায়, দেশের বিভিন্ন জেলা নাটোর, রাজশাহী, মানিকগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে নকল খেজুরের গুড় তৈরি হয়ে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর বাজার, কোনাবাড়িসহ নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি আড়তে প্রবেশ করছে। আর এসব আড়ত থেকে ছড়িয়ে পড়ছে খুচরা ব্যবসায়ীদের হাতে। পরে খুচরা দোকানিরা গুড়ের পসরা সাজিয়ে নকল খেজুরের গুড় আসল বলে চালিয়ে দিচ্ছে সাধারণ ক্রেতার হাতে। এসব আড়ত ও তৈরি করা কারখানায় দীর্ঘদিন অভিযান না চলায় কোনো তোয়াক্কাই করছেন না তারা। স্থানীয় এক বাসিন্দা নাদিম খান বলেন, বাজার থেকে খেজুরের গুড় নিয়ে বাসায় জাল দিয়ে দেখি রসের কোনো আলামতই নেই। এটা কি খেজুরের গুড় নাকি আখের গুড়। এসব ভেজাল বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। অভিযানের নামে চোর-পুলিশ খেলা চলবে না। টঙ্গীবাজার এলাকার আড়ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে, তারা নকল খেজুরের গুড় বিক্রি করার বিষয়টি স্বীকার করে বলেন, যেখানে তৈরি হয় সেখান থেকে বন্ধ করতে হবে। আমাদের বলে কোনো লাভ নেই। কারণ আমরা এটা তৈরি করছি না। আসল জায়গায় ধরলে সব ঠিক হয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় এক চিকিৎসক ডা. জালাল আহম্মেদ বলেন, ভেজাল জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি করলে অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর কর্তৃপক্ষ বলছেন, খাবারে ভেজাল এবং অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
নকল খেজুরের গুড়ে সয়লাব টঙ্গীর আড়ত
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর